কচুয়া উপজেলার ঐতিহ্যবাহী পনশাহী বেলতলী বাজার মাঠে পিসিএল টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টের ১২তম আসর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বর্ণাঢ্য আয়োজনে পয়ালগাছা ক্রিয়া সংঘকে হারিয়ে ঊষা ক্রিয়া সংঘ চতুর্থ বারের মত চ্যাম্পিয়ন হয়েছে। পিসিএল এর সভাপতি ও সহকারী পাবলিক প্রসিকিউটর এডভোকেট মোঃ দিদার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, কচুয়া উপজেলা বিএনপির সাধারন সম্পাদক মাসুদ এলাহী সুবাস।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক জাহাঙ্গীর আলম ফারকী, বিটেক এক্সপার্ট হেয়ার কেয়ার অয়েল এর পরিচালক গুরুপদ চন্দ্র সুমন, বিশিষ্ট সমাজসেবক হাফেজ আহম্মেদ সেলিম, উপদেষ্টা ইঞ্জিনিয়ার মোহাম্মদ উল্লাহ, পনশাহী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ মনির হোসেনসহ আরো অনেকে ।
অনুষ্ঠানে সার্বিক সহযোগীতা করেন, খেলা আয়োজক কমিটির সদস্য ওয়াসিম, হোসেন, হাসান,রাশেদ খান রাজু, মনির ফরাজি, মামুন গাজী প্রমুখ।
এসময় খেলাপ্রেমি হাজারো দর্শক, খেলোয়ার বৃন্দসহ শ্রেনীপেশার লোকজন উপস্থিত ছিলেন।
প্রতিবেদক:জিসান আহমেদ নান্নু,
১৮ জানুয়ারি ২০২৬
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur