Home / উপজেলা সংবাদ / কচুয়া / কচুয়ায় সাড়ে ৫ মাসে কোরআনে হাফেজ হলেন সাব্বির
কোরআনে

কচুয়ায় সাড়ে ৫ মাসে কোরআনে হাফেজ হলেন সাব্বির

চাঁদপুরের কচুয়ার “মাদরাসা-ই শাজুলিয়া”-এর ক্ষুদে মেধাবী শিক্ষার্থী মো. সাব্বির হোসেন গড়েছে অনন্য এক ইতিহাস। মাত্র ৫ মাস ১২ দিনে সম্পূর্ণ পবিত্র কুরআনুল কারীম হিফজ করে ‘হাফেজে কুরআন’-এর গৌরব অর্জন করেছে সে। গত ৮ আগস্ট শেষ সবক শোনানোর মাধ্যমে সাব্বিরের এই ব্যতিক্রমী যাত্রার সফল পরিসমাপ্তি ঘটে।

মাদরাসা সূত্রে জানা যায়, সাব্বির নিয়মিত সবক, সাত সবক ও আমুখতার ধাপ নিখুঁতভাবে সম্পন্ন করেছে। শৈশব থেকেই পড়াশোনায় মনোযোগী এই শিশু মাত্র দুই বছরেরও কম সময়ে নূরানী, নাজেরা এবং হিফজ শেষ করেছে। প্রতিদিন গড়ে ৪-৫ পৃষ্ঠা মুখস্থ শুনিয়ে শিক্ষক ও সহপাঠীদের বিস্মিত করত সে।

হিফজের পাশাপাশি জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ের প্রতিযোগিতায়ও সাব্বিরের সাফল্য নজরকাড়া। হুফফাজুল কোরআন ফাউন্ডেশন আয়োজিত জাতীয় হিফজুল কোরআন প্রতিযোগিতায় ১০ পারা গ্রুপে উপজেলা পর্যায়ে ৪র্থ স্থান এবং স্যাটেলাইট চ্যানেলের একাধিক জাতীয় প্রতিযোগিতায় ‘ইয়েস কার্ড’ অর্জন করেছে। কুরআন তেলাওয়াত, দোয়া, মাসয়ালা, হাদিস ও বাংলা বক্তৃতাতেও সমান দক্ষ এই ক্ষুদে হাফেজ প্রাথমিক শিক্ষা সমাপনও সম্পন্ন করেছে।

সাব্বির কচুয়া উপজেলার সেঙ্গুয়া গ্রামের মো. আব্দুর রহমান ও তাসলিমা বেগমের সর্বকনিষ্ঠ পুত্র। তার এই অর্জনে পরিবার, স্থানীয় বাসিন্দা ও মাদ্রাসার শিক্ষকরা আনন্দাশ্রু ধরে রাখতে পারেননি।

উল্লেখ্য, শাজুলিয়া দরবার শরীফ কর্তৃক পরিচালিত এই মাদরাসার চাঁদপুর, কুমিল্লা ও ঢাকায় মোট ৫টি শাখা রয়েছে। এখানে নূরানী, নাজেরা, হিফজ ও প্লে-অষ্টম শ্রেণীতে প্রায় ৫০০ শিক্ষার্থী অধ্যয়ন করছে। প্রতি বছর গড়ে ১০-১২ জন শিক্ষার্থী পূর্ণ কুরআন হিফজ সমাপন করে পাগড়ি গ্রহণ করে। জাতীয় ও আন্তর্জাতিক প্রতিযোগিতায়ও শিক্ষার্থীরা ধারাবাহিকভাবে সাফল্যের শিখরে পৌঁছে যাচ্ছে।

প্রতিবেদক: জিসান আহমেদ নান্নু/ ৯ আগস্ট ২০২৫