কচুয়া উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি লিমিটেডের ৪৬তম বার্ষিক সাধারন সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড কচুয়া অফিসের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি লিমিটেডের সভাপতি মুক্তিযোদ্ধা জাবের মিয়ার সভাপতিত্বে ও পরিচালক সনতোষ চন্দ্র সেনের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীর এমপি।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান শাহজাহান শিশির,উপজেলা নির্বাহী অফিসার মো. নাজমুল হাসান,পৌর মেয়র নাজমুল আলম স্বপন,মহিলা ভাইস চেয়ারম্যান সুলতানা খানম সহ আরো অনেকে।
এসময় উপজেলা বিআরডিবি কর্মকর্তা আবু সামীম,কচুয়া প্রেসক্লাবের সভাপতি আলমগীর তালুকদার,ওসি মো. ইব্রাহিম খলিল সহ সমিতির অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
প্রতিবেদক: জিসান আহমেদ নান্নু, ১৫ ফেব্রুয়ারি ২০২৩
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur