মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা এক ইঞ্চি জমিও যেন অনাবাদি না থাকে সেই লক্ষে বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন সেচ বিভাগের আওতায় চাঁদপুরের কচুয়ায় সৌর সেচ পাম্পে কৃষকের সাশ্রয়ী হচ্ছে। কুমিল্লা-চাঁদপুর ব্রাহ্মনবাড়িয়া জেলা সেচ এলাকা উন্নয়ন প্রকল্পের আওতায় কচুয়া উপজেলার পশ্চিম সহদেবপুর ইউনিয়নের মালচোয়া গ্রামে কিউসেক সোলার এলএলপি সেচ স্ক্রীম স্থাপন করা হয়েছে। এতে ওই এলাকার ৩০ একর জমির বোরো আবাদ সম্ভব হচ্ছে।
জানা যায়, এই সেচ পাম্প দিয়ে ভূ-গর্ভস্থ পাইপ লাইন দিয়ে পানি সরবরাহ করায়, পানির অপচয় রোধ ও সেচ দক্ষতা বৃদ্ধি পাচ্ছে। এক হাজার মিটির ব্যারিড পাইপ বাস্তবায়ন হওয়ায় নতুন করে ৩০ একর জমি বোরো আবাদ করা সম্ভব। এ উপজেলা মালাচোয়া গ্রামে ১ম বারের মতো সৌর সেচ পাম্প স্থাপন করা হয়েছে। পরবর্তীতে উপজেলার বিভিন্ন এলাকায় কৃষকের বৈদ্যুতিক সাশ্রয়ে এ পাম্প স্থাপন করা হবে।
কৃষকরা জানান, বৈদ্যুতিক সেচ পাম্পে আমাদের অনেক টাকা ব্যয় হতো,বর্তমানে সৌর সেচ পাম্পে অনেক সাশ্রয়ী হচ্ছে বলেও জানান তারা।
উপজেলা বিএডিসি কর্মকর্তা মো. আব্দুর রহিম জানান, ভূ-উপরন্থ পানি ব্যবহারের মাধ্যমে ফসলের উৎপাদন বৃদ্ধি পাচ্ছে। তাছাড়া সোলার প্যানেলের মাধ্যমে নবায়নযোগ্য শক্তির ব্যবহার করায় বিদ্যুৎ ও ডিজেলের তুলনায় সেচ চার্জ ব্যয় কম হয়। এতে কৃষকরা অনেক উপকৃত হবে বলেও জানান তিনি।
প্রতিবেদক: জিসান আহমেদ নান্নু, ৩১ জানুয়ারি ২০২৩