কচুয়ায় কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

চাঁদপুরের কচুয়ায় ২০২৩-২৪ অর্থবছরে খরিপ-২ মৌসুমের কৃষি পুর্নবাসন ও কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক ১৩শ কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। বুধবার উপজেলা পরিষদ চত্বরে উপজেলা কৃষি কর্মকর্তা মেজবাহ উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ কার্যক্রমের উদ্বোধন করে বক্তব্য রাখেন কচুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. এহসান মুরাদ।

উপ-সহকারী কৃষি কর্মকর্তা মো: ওসমান গনির সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, কচুয়া প্রেসক্লাবের সভাপতি প্রিয়তোষ পোদ্দার, সাবেক সভাপতি মানিক ভৌমিক,উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক প্রাণধন দেব সহ আরো অনেকে।

এ কার্যক্রমের আওতায় কচুয়ার ১টি পৌরসভা ও ১২ টি ইউনিয়নে সর্বমোট ১ হাজার ৩শ কৃষকের মাঝে প্রতিজন কৃষক পাচ্ছেন ৫কেজি বীজ ধান, ১০ কেজি এমওপি ও ১০ কেজি ডেএপি সার। এসময় উপ-সহকারী কৃষি কর্মকর্তা টিটু মোহন সরকার,ফারুকুল ইসলাম,অমল সরকার ও মানছুরা আক্তার সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

প্রতিবেদক: জিসান আহমেদ নান্নু, ১০ জুলাই ২০২৪

Share