Home / উপজেলা সংবাদ / কচুয়া / কচুয়ায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান ও শিক্ষা উপকরণ বিতরণ

কচুয়ায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান ও শিক্ষা উপকরণ বিতরণ

কচুয়ায় স্বপ্নবাজ সামাজিক সংগঠনের উদ্যোগে সরকারি প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (বালক) ২০২৪ খেলায় উপজেলা পর্যায়ে ৬২নং কাদলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা চ্যাম্পিয়ন অর্জন করায় কৃতি খেলোয়ারদের সংবর্ধনা ও শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ দেয়া হয়েছে।

বৃহস্পতিবার কাদলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি মোহাম্মদ আরিফুর রহমানের সভাপতিত্বে ও সহ-সভাপতি সরকার মেহেদী হাসান রাসেল এবং ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক জহিরুল ইসলামের যৌথ সঞ্চলনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির একাংশের সভাপতি খায়রুল আবেদিন স্বপন।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা সহকারি শিক্ষা অফিসার সুভাস চন্দ্র সরকার, সাবেক ব্যাংকার মাহবুবুর রহমান,বিশিষ্ট সমাজসেবক ইঞ্জি.মুজিবুর রহমান, কাদলা খাদিজাতুল কোবরা মহিলা আলিম মাদ্রাসার প্রভাষক জান্নাতুল আলম মজুমদার আলমগীর, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মফিজুল ইসলাম, সংগঠনের সাধারন সম্পাদক সোলাইমান সোহেল তানভীর, সাংগঠনিক সম্পাদক ইফতেখার অভি, শিক্ষা বিষয়ক সম্পাদক রাশেদুল ইসলামসহ আরো অনেকে।

পরে শিক্ষার্থীদের বিভিন্ন উপহারসামগ্রী প্রদান এবং আগত সকল অতিথিবৃন্দ ও অভিভাবকদের মাঝে উপহার বিতরণের মাধ্যমে সবাইকে ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি করা হয়।

প্রতিবেদক: জিসান আহমেদ নান্নু, ১৬ জানুয়ারি ২০২৫