চাঁদপুরের কচুয়া উপজেলার তেতৈয়া দক্ষিণপাড়ায় অবস্থিত অন্যতম শিশু শিক্ষা প্রতিষ্ঠান আবেদ আলী একাডেমী’র কৃতি শিক্ষার্থীদের মাঝে বৃত্তি প্রদান ও তেতৈয়া স্পোটিং ক্লাবের শুভ উদ্বোধন করা হয়েছে। শুক্রবার বিকেলে ঢাকা কলেজ শাখা ছাত্রদলের সহ-সভাপতি মহিউদ্দিন মাফি’র সার্বিক আয়োজনে এ বৃত্তি প্রদান ও উদ্বোধনী অনুষ্ঠান করা হয়।
তেতৈয়া শাহী ঈদগাহ’র সভাপতি আলী আশ্রাফ সরকারের সভাপতিত্বে বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিআরবি কেবলল লি. এর ডিরেক্টর ও বিশিষ্ট সমাজসেবক মো. রফিকুল ইসলাম রনি। প্রধান বক্তা হিসেবে টেলিকনফারেন্সে বক্তব্য রাখেন, কুয়েত শাখা বিএনপি’র যুগ্ন সাধারন সম্পাদক শাহী ইমরান সিকদার।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঢাকা শেখ মুজিব মেডিক্যাল বিশ^বিদ্যালয়ের রেন্ট কালেক্টর মো. সাজেদুল হাসান কামাল, কচুয়া প্রেসক্লাবের সভাপতি মো. আতাউল করিম, ৬নং উত্তর ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক আবুল কালাম মজুমদার, কচুয়া কিন্ডার গার্ডেন এসোসিয়েশন মো. আমির হোসেন, তেতৈয়া দক্ষিণ পাড়া স্পোর্টি ক্লাবের উপদেষ্টা নোয়াবুল হাসান ফারুকী, ইউপি সদস্য মানিক মিয়া ও সাপ্তাহিক শিকড় সংবাদ পত্রিকার সম্পাদক জিসান আহমেদ নান্নু প্রমুখ।
অনুষ্ঠানে সার্বিক সহযোগিতা করেন আমেরিকা প্রবাসী সাইফুল ইসলাম সাহিক, ঢাকা মহানগর উত্তর যুবদলের সাবেক যুগ্ন সাধারন সম্পাদক ডা. একেএম জাকির হোসেন, স্পোটিং ক্লাবের সভাপতি মানিক হোসেন, আবিদ আলী একাডেমী’র সভাপতি কাউছার আহমেদ প্রধান। এসময় সমাজসেবক বশির সরকার, খোরশেদ হাদি, ওমর ফারুক সিকদার, ওমর মোজাম্মেল হক প্রধান, বাবুল মোল্লা, বশির আমিন,মামুন সরকারসহ বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবকসহ এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন। পরে অতিথিবৃন্দদের সম্মাননা ক্রেষ্ট ও শিক্ষার্থীদের মাঝে পুরষ্কার বিতরন করা হয়।
প্রতিবেদক: জিসান আহমেদ নান্নু, ১৮ অক্টোবর ২০২৪