কচুয়ায় কুলসুমা আক্তারের নেতাকর্মীদের সাথে মতবিনিময়

আগামী ২৯শে মে অনুষ্ঠিতব্য ষষ্ঠ উপজেলা নির্বাচনকে সামনে রেখে কচুয়া উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী বীর মুক্তিযোদ্ধার সন্তান কুলসুম আক্তার বিভিন্ন ইউনিয়ন আওয়ামী লীগ ও অঙ্গসংগঠন এবং স্থানীয় ইউপি সদস্যদের সাথে মতবিনিময় করেছেন। বৃস্পতিবার দুপুরে চাংপুর গ্রামে প্রবীন আওয়ামীলীগ নেতা আব্দুল কাদের মাষ্টারের বাড়িতে সকলের সমর্থন ও দোয়া চেয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

বিতারা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি কবির হোসেন মজুমদারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো: সোহাগ খানের পরিচালনায় বক্তব্য রাখেন, সাচার ইউনিয়ন আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক সালাউদ্দিন ভূইয়া হীরা, পাথৈর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আলাউদ্দিন লিটন, সাধারন সম্পাদক ফারুকুল ইসলাম প্রধান, কচুয়া উত্তর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি কাজী জহিরুল হক টগর, বিতারা ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সাধারন সম্পাদক ডা. জসীম উদ্দিন প্রধান, বিতারা ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা ওয়ালী উল্লাহ সরকার, সাংগঠনিক জাহাঙ্গীর আলম জিল্লু, ইউনিয়ন আওয়ামীলীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক ডা. হুমায়ুন কবীর, সদস্য মো. শাহজাহান, ইউপি সদস্য ইউনুস মুন্সি, আব্দুল জব্বার মোল্লা, মো. রুহুল আমিন, হুমায়ুন কবীর সুজন, মর্জিনা আক্তার, যুবলীগ নেতা ও সাবেক ইউপি সদস্য কামাল হোসেন, যুবলীগ নেতা রিপন মিয়া, ফারুক হোসেন, ৫নং ইউনিয়ন যুবলীগ নেতা রুবেল হোসেন, ডালিম সরকারসহ আরো অনেকে।

এ সময় নেতাকর্মীরা বলেন, তৃতীয় ধাপে ২৯ মে উপজেলা পরিষদ নির্বাচনে মহিলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী কুলছুমা আক্তার কে যে করেই হোক জয়লাভ করার জন্য তারা ঐক্যবদ্ধ থাকবেন বলে প্রতিশ্রুতি ব্যাক্ত করেন।

প্রতিবেদক: জিসান আহমেদ নান্নু, ১৮ এপ্রিল ২০২৪

Share