কচুয়ায় কিশোরীকে শ্লীলতাহানির চেষ্টায় গ্রেফতার ১

কচুয়ায় নানান প্রলোভন দেখিয়ে ডেকে নিয়ে কিশোরীকে ধর্ষণ চেষ্টার ঘটনায় মফিজুল ইসলাম নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত মফিজুল ইসলাম উপজেলার হাড়িচাইল গ্রামের মৃত কদর আলীর ছেলে। তিনি গোহট উত্তর ইউনিয়নের ৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারন সম্পাদক হিসেবে দায়িত্বরত আছেন। এ ঘটনায় ভিকটিমের জেঠি নাছিমা বেগম বাদী হয়ে কচুয়া থানায় নারী শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। যার মামলা নং-৪।

থানায় মামলার এজাহার সূত্রে জানা গেছে, অভিযুক্ত মফিজুল ইসলাম একই বাড়ির প্রতিবন্ধী জামাল হোসেনের কিশোরী মেয়েকে সোমবার ভোরে হাড়িচাইল গ্রামের একটি নির্জন বাগানে সুকৌশলে ওই কিশোরীকে ডেকে নিয়ে জোরপূর্বক ধর্ষণ চেষ্টা করে। এসময় স্থানীয় লোকজন দেখতে পেলে মফিজুল ইসলাম দৌড়ে পালিয়ে যায়।

কচুয়া থানার ওসি মো. ইব্রাহিম খলিল ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, এ ঘটনায় মামলা দায়ের হয়েছে। গ্রেফতারকৃত মফিজুল ইসলামকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরন করা হয়েছে এবং ভিকটিমকে ডাক্তারী পরীক্ষার জন্য চাঁদপুর সদর জেনারেল হাসপাতালে প্রেরন করা হয়েছে।

প্রতিবেদক: জিসান আহমেদ নান্নু, ৭ নভেম্বর ২০২২

Share