চাঁদপুরের কচুয়া উপজেলার বিতারা গ্রামে সিয়াম নামের ১৬ বছর বয়সী এক কিশোর ৩ মাস ধরে নিখোঁজ রয়েছে। নিখোঁজ ওই কিশোরের সন্ধান পেতে ব্যাকুল হয়ে আছে তার পরিবার। সিয়াম উপজেলার বিতারা গ্রামে হোসেন প্রধান বাড়ির কৃষক আব্দুর সাত্তার এর পুত্র।
তার মা বিলকিস বেগম জানান, সিয়াম কাউকে কিছু না বলেই হঠাৎ বাড়ি থেকে নিখোঁজ রয়েছে। ছেলের সন্ধান পেতে আত্মীয়-স্বজনসহ সকল সম্ভাব্য জায়গায় খোঁজ-খবর নেয়া হচ্ছে। কিন্তু দিনের পর দিন চলে গেলেও সিয়ামের সন্ধান পাওয়া যাচ্ছেনা।
কিশোর সিয়াম আধৌ বেঁচে আছে না কোনো দুর্ঘটনার শিকার হয়েছে, এ তথ্য জানতে অস্থির হয়ে আছে তার অসহায় পরিবারটি।
সিয়ামের বাবা নিরীহ কৃষক আব্দুর সাত্তার জানান, আমার ছেলেকে জীবিত পেতে সকলের সহযোগিতা চাই। কেউ তার সন্ধান পেলে সিয়ামের বাবা আব্দুর সাত্তারের ব্যবহারিত ০১৬০৪-৮৫৮১৬৬ মোবাইল নাম্বারে যোগাযোগ করতে অনুরোধ করা হয়েছে।
প্রতিবেদক: জিসান আহমেদ নান্নু,
১৪ জানুয়ারি ২০২৬
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur