অন্যান্য বছরের ন্যায় চাঁদপুরের কচুয়ায় এবারো উৎসব মুখর ও শান্তিপূর্ণ পরিবেশে উপজেলা কিন্ডার গার্ডেন এশোসিয়েশনের ২০২৫ সালের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১০ টা থেকে দুপুর ১ টা একটা পর্যন্ত পৃথক ভাবে ৬ টি কেন্দ্র মোট ২ হাজার ৫ শ ৭১ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে।
কন্দ্র ওয়ারি পরীক্ষার্থীরা হচ্ছে, আশেক আলী খান স্কুল এন্ড কলেজে ২৩৮ জন, কচুয়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ৪৯৯ জন, পালাখাল উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ৩১২ জন, রহিমনগর বিএবি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ৪৭০ জন, সাচার উচ্চ বিদ্যালয়ের কেন্দ্রে ৬৬৭ জন ও তেঘুরিয়া ওবায়দুল হক উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ৩৭৫ জন শিক্ষার্থী এ পরীক্ষায় অংশগ্রহণ করেছে।
সকাল থেকে বিভিন্ন কেন্দ্র গুলো পরিদর্শন করেন, কচুয়া উপজেলা সহকারী শিক্ষা অফিসার মোঃ শাহজাহান, মোঃ আক্তার হোসেন, কচুয়া উপজেলা কিন্ডার অ্যাসোসিয়েশনের সভাপতি আলমগীর চৌধুরী, সাধারণ সম্পাদক আমির হোসেন, সাবেক সভাপতি অধ্যাপক মোঃ মফিজুল ইসলামসহ অন্যান্যরা এবং শান্তিপূর্ণ ও নকল মুক্ত পরিবেশে এই পরীক্ষায় বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকগণ সুশৃংখলভাবে গ্রহণের জন্য সার্বিক সহযোগিতা করেন ।
প্রতিবেদক: জিসান আহমেদ নান্নু,
২৩ নভেম্বর ২০২৫
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur