প্রাথমিক বৃত্তি নিয়ে এ বৈষম্যের প্রতিবাদ জানিয়ে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে চাঁদপুরের কচুয়া উপজেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশন। বৃহস্পতিবার কচুয়া বিশ্বরোড এলাকায় চরম বৈষম্যের অভিযোগ তুলে আন্দোলনে নেমেছেন শিক্ষক ও শিক্ষার্থীরা। মানববন্ধন শেষে একটি মিছিল কচুয়া বিশ্বরোড এলাকা প্রদক্ষিণ করে।
বক্তারা বলেন, একই বয়সের শিশু একই ক্লাসের পাঠ্যসূচি হলেও শুধুমাত্র সরকারি বিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অংশ নিতে পারবে এটা চরম বৈষম্য। সরকার যেখানে শিক্ষার সার্বজনীনতার কথা বলে, সেখানে কিন্ডারগার্টেন শিক্ষার্থীদের এভাবে বঞ্চিত করা নীতি বিরোধী। তারা দ্রুত প্রাথমিক বৃত্তি পরীক্ষায় সব ধরনের বিদ্যালয়ের শিক্ষার্থীদের অন্তর্ভুক্তির দাবি জানান। শিক্ষা মন্ত্রণালয় ও প্রাথমিক শিক্ষা অধিদপ্তর দ্রুত এ বিষয়ে কার্যকর পদক্ষেপ নেবে আশা তাদের।
এসময় বক্তব্য রাখেন, উপজেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের সভাপতি আলমগীর চৌধুরী,সাধারন সম্পাদক আমির হোসেন মজুমদার,শিক্ষা সচিব শাহজালাল, কোষাধ্যক্ষ মাওলানা ফখরুদ্দিন,উপদেষ্টা মফিজুল ইসলাম, সালামাতুল্লা সেলিম প্রমুখ।
প্রতিবেদক: জিসান আহমেদ নান্নু, ২৪ জুলাই ২০২৫
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur