চাঁদপুরের কচুয়া কিন্ডার গার্টেন এসোসিয়েশনের বৃত্তি পরীক্ষার ফলাফলে ৬০৫জন পরীক্ষার্থী ট্যালেন্ট ও সাধারন গ্রেডে বৃত্তি পেয়েছে। তন্মধ্যে ট্যালেন্টপুলে ২২২ ও সাধারন গ্রেডে ৩৮৩জন বৃত্তি পায়। মোট পরীক্ষার্থী ছিলো ২ হাজার ৪শ ৯৬জন ।
১০ জানুয়ারি বুধবার কচুয়া কিন্ডার গার্টেন এসোসিয়েশনের কার্যালয়ে ফলাফল ঘোষনা অনুষ্ঠানে কচুয়া কিন্ডার গার্টেন এসোসিয়েশনের সভাপতি মানিক ভৌমিকের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক আমির হোসেন মজুমদারের পরিচালনায় উপস্থিত ছিলেন, সংগঠনের সাবেক সভাপতি মফিজুল ইসলাম, শিক্ষা সচিব আলমগীর চৌধুরী,কচুয়া প্রেসক্লাবের সাবেক সভাপতি আবুল হোসেন,সাধারন সম্পাদক জিসান আহমেদ নান্নু প্রমুখ।
কচুয়া কিন্ডার গার্টেন এসোসিয়েশনের সভাপতি মানিক ভৌমিক বলেন, প্রতিবছর আমরা শতভাগ স্বচ্ছতা ও নিরপেক্ষতার মধ্য দিয়ে এ বৃত্তি পরীক্ষা নিয়ে থাকি। কে কার সন্তান সেদিকে বিবেচনা না করে প্রকৃত মেধাবীদের যাচাইয়ের মাধ্যমে বৃত্তি প্রদান করে থাকি। এ বছরও আমরা নিরপেক্ষতা বজায় রেখে অনলাইন সিস্টেমের আওতায় এনে ফলাফল ঘোষণা করি। আমাদের এ কার্যক্রম অব্যাহত রাখতে সকলের সহযোগিতা কামনা করছি।
প্রতিবেদক: জিসান আহমেদ নান্নু, ১০ জানুয়ারি ২০২৪
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur