Home / উপজেলা সংবাদ / কচুয়ায় প্রধান শিক্ষককে ম্যানেজ করে দুটি গাছ কেটে নিলেন কাউন্সিলর
কাউন্সিলর

কচুয়ায় প্রধান শিক্ষককে ম্যানেজ করে দুটি গাছ কেটে নিলেন কাউন্সিলর

চাঁদপুরের কচুয়া উপজেলার ৭৬নং কুটিয়া লক্ষীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বাউন্ডারির ভিতরের পুরনো বিশাল দু’টি মূল্যবান গাছ বিদ্যালয়ের প্রধান শিক্ষককে ম্যানেজ করে কেটে নিয়েছেন ৬নং ওয়ার্ড কাউন্সিলর মো. আব্দুল মান্নান। মঙ্গলবার বিদ্যালয়ের সীমানার ভিতরে থাকা রেন্টি কড়ি ও লোগা কাঠ গাছ দু’টি কেটে কাউন্সিলর বিক্রি করেন বলে অভিযোগ করেন স্থানীয় লোকজন।

জানা গেছে, কুটিয়া লক্ষীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দক্ষিণ-পূব পাশে ২০-২৫ বছর আগের পুরানো দু’টি গাছ রয়েছে। কয়েকবছর আগে বিদ্যালয়ের দক্ষিণ ও পশ্চিম অংশে সরকারি বাউন্ডারি করা হয়। মঙ্গলবার সকালে আকস্মিকভাবে ওয়ার্ড কাউন্সিলর আব্দুল মান্নান কয়েকজন লোক নিয়ে এসে ওই গাছ দু’টি তাদের পারিবারিক কবরস্থান এর দাবী করে কেটে নেয়। এতে স্থানীয়রা বাঁধা দেয়া শর্তেও কোন তোয়াক্কা করেননি তিনি। স্থানীয়রা জানান, কাউন্সিলর দু’টি গাছ কেটে নিলেও বিশেষ কারনে নীরবতা রয়েছেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনির হোসেন।

এব্যাপারে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনির হোসেন জানান, ২০৮ দাগে আমাদের বিদ্যালয়ের সীমানা। তবে গাছ রয়েছে অন্য দাগে। গাছ গুলো আপনার স্কুলের কিনা জানতে চাইলে তিনি সদোত্তর দিতে পারেননি।

এ ব্যাপারে কাউন্সিলর আব্দুল মান্নান বলেন, বিদ্যালয়ের বাউন্ডারির সংলগ্ন দেয়ালের ভিতরে হলেও গাছগুলো আমাদের নিজেদের। তাই কেটে বিক্রি করেছি। এ ঘটনায় মঙ্গলবার কচুয়া উপজেলা শিক্ষা অফিসার পারভীন সুলতানা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

এব্যাপারে উপজেলা শিক্ষা অফিসার পারভীন সুলতানা বলেন, আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক সূত্রে জানতে পেরেছি, কেটে নেয়া গাছের যায়গা বিদ্যালয়ের নয়। তবে প্রকৃতপক্ষে গাছগুলো কার তা শনাক্ত করতে স্কুল কর্তৃপক্ষ এবং কাউন্সিলরকে কাগজপত্র জমা দিতে বলেছি।

কচুয়া প্রতিনিধি, ১৭ জুলাই ২০২৪