চাঁদুপরের কচুয়ার হাটমুড়া গ্রামে পরিবারের সাথে অভিমান করে ইকরা আক্তার (১৮) নামে এক যুবতী বিষপান করে আত্মহত্যা করেছে। সোমবার রাত ১১ টার দিকে এ ঘটনা ঘটে।
পুলিশ নিহত ওই যুবতীর লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য চাঁদপুরের মর্গে প্রেরন করেছেন। নিহত যুবতী ইকরা আক্তার উপজেলার হাটমুড়া গ্রামের মৃত. নুরুল ইসলামের মেয়ে ও সাচার ডিগ্রী কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী ছিল। স্থানীয়ভাবে গুঞ্জন রয়েছে ওই যুবতীকে তার পরিবার এক চাচাতো ভাইয়ের সাথে বিয়ে দিতে চাইলে তাকে বিয়ে করবেনা মর্মে অভিমান করে বিষাক্ত ঔষধ খেয়ে আত্মহত্যা করে।
কচুয়া থানার ওসি মো. আজিজুল ইসলাম জানান, নিহত যুবতীর লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছি। পরিবারের অভিযোগ পেলে তদন্তপূর্বক আইনানুগ ব্যাবস্থা নেয়া হবে।
প্রতিবেদক: জিসান আহমেদ নান্নু, ১ জুলাই ২০২৫
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur