কচুয়ায় কর্মী-সমর্থকদের নিয়ে উঠান বৈঠক ও দোয়া
আগামী ১২ই ফেব্রুয়ারী অনুষ্ঠিতব্য নির্বাচনে বিএনপি মনোনীত কচুয়া আসনে ধানের শীষের মনোনীত প্রার্থী সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী ড. আ ন ম এহসানুল হক মিলনকে বিপুল ভোটে জয়ী করতে নির্বাচনী প্রচারনার অংশ হিসেবে স্থানীয় বিএনপি নেতাকর্মী ও সহযোগী সংগঠনের কর্মী-সমর্থকদের নিয়ে উঠান বৈঠক করা হয়েছে।
শনিবার বিকেলে কচুয়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক মো : খোরশেদ আলম পাঠান এর সার্বিক আয়োজনে অভয়পাড়া ইবতেদায়ী মাদ্রাসার মাঠে কচুয়া উপজেলা বিএনপির সহ স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মোঃ হযরত আলী মোল্লার পরিচালনায় ও বিতারা ইউনিয়ন পূর্ব বিএনপির সভাপতি ডাঃ মোঃ আনিসুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির উপদেষ্টা মোঃ মামুনুর রশিদ মোল্লা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সহ-সভাপতি মোঃ আব্দুল মতিন মোল্লা, উপজেলা কৃষক দলের সভাপতি মিজানুর রহমান মোল্লা।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বিএনপি নেতা সেলিম বেপারী, মাসুদুর রহমান মোল্লা, কবির হোসেন, মেহেদী হাসান রেদওয়ান আহমেদ, রুহুল আমিন পাঠান, বিতারা ফাজিল মাদ্রাসার শিক্ষক মোশারফ পাঠান ও জামাল প্রধান প্রমুখ।
পরে তিন বারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রূহের মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া ও মুনাজাত পরিচালনা করা হয়।
প্রতিবেদক: জিসান আহমেদ নান্নু,
১৮ জানুয়ারি ২০২৬