কচুয়ায় কর্মী-সমর্থকদের নিয়ে উঠান বৈঠক

আগামী ১২ই ফেব্রুয়ারী অনুষ্ঠিত নির্বাচনে বিএনপি মনোনীত কচুয়া আসনে ধানের শীষের মনোনীত প্রার্থী সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী ড. আ ন ম এহসানুল মিলনকে বিপুল ভোটে জয়ী করতে নির্বাচনী প্রচারনার অংশ হিসেবে স্থানীয় বিএনপি নেতাকর্মী ও সহযোগী সংগঠনের কর্মী-সমর্থকদের নিয়ে উঠান বৈঠক করা হয়েছে। শুক্রবার বিকেলে বিতারা দক্ষিন পাড়া হামিদ আলী মাস্টারের বাড়িতে ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক রাসেল খান ও স্থানীয় বিএনপির নেতাকর্মীদের আয়োজনে এ উঠান বৈঠকের আয়োজন করা হয়।

বিতারা ইউনিয়ন পূর্ব সভাপতি ডা: মো: আনিছুর রহমানের সভাপতিত্বে এ উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন, কচুয়া উপজেলা বিএনপি’র অন্যতম উপদেষ্টা মোঃ মামুনুর রশীদ মোল্লা।
উপজেলা স্বেচ্ছাসেবক দলের সহ-স্বেচ্ছা বিষয়ক সম্পাদক মো: হযরত আলীর পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন, উপজেলা বিএনপি’র সহ-সভাপতি আব্দুর মতিন মোল্লা, উপজেলা যুব দলের সিনিয়র সহ- সভাপতি মো: মনির হোসেন, সমাজ কল্যান সম্পাদক আলী আরশাদ সিকদার,উপজেলা কৃষক দলের সভাপতি মো: মিজান মোল্লা, উপজেলা বিএনপির সদস্য মো: মাসুদুর রহমান মোল্লা, বিতারা ইউনিয়ন পূর্ব বিএনপির সহ-সভাপতি শাহজালাল মেম্বার, সাধারন সাধারন স¤পাদক মো: মেহেদী হাসান, বিএনপি নেতা মো: রুহুল আমিন পাঠান, ওলামা দল নেতা মাওলানা মো: রেদোয়ানুল হক, ইউনিয়ন যুবদলের সভাপতি মো: কাউছার আহমেদ মুন্সি প্রমুখ। এ সময় উপজেলা স্বেচ্ছাসেবক দলের যৃগ্ম সাধারণ সম্পাদক মো: খোরশেদ আলম পাঠান, ইউনিয়ন যুব দলের সাংগঠনিক সম্পাদক আনোয়ার মৃধা, ৬নং ওয়াড ষুবদলের সবাপতি মো: কবির হোসেন, সহ স্থানীয় বিএনপি, যুবদল, ছাত্রদল ও সহযোগী সংগঠনের কয়েক শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন। পরে তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রূহের মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া ও মুনাজাত পরিচালনা করা হয়।

প্রতিবেদক: জিসান আহমেদ নান্নু,
১৬ জানুয়ারি ২০২৬