চাঁদপুরের কচুয়ায় করোনাকালীন সময়ে করোনাযোদ্ধা ও রক্তদাতাদের সংবর্ধনা দেয়া হয়েছে। ১ ডিসেম্বর বৃহস্পতিবার সামাজিক যুব সংগঠন আলোর মশালের ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কচুয়া মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে এ সংবর্ধনার আয়োজন করা হয়।
সংগঠনের সভাপতি ওমর ফারুক সায়েম এর সভাপতিত্বে ও উপদেষ্টা আতাউল করিমের পরিচালনায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, ইউএনও মো. নাজমুল হাসান।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন,উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইবনে আল জায়েদ হোসেন,ওসি ইব্রাহিম খলিল। সংবর্ধিত অতিথিদের মধ্যে থেকে বক্তব্য রাখেন, করোনাযোদ্ধা কুমিল্লা মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক ডা: এম. এ মান্নান ও কচুয়া উপজেলা স্বাস্থ্য কমেপ্লক্সে মেডিকেল অফিসার ডা. সোহেল রানা,বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ^বিদ্যালয়ের হিসাব বিভাগের রেন্টকালেক্টর মো. সাজেদুল হাসান।
অন্যান্যদের বক্তব্য রাখেন, বীর মুক্তিযোদ্ধা আব্দুল মবিন,কচুয়া প্রেসক্লাবের সভাপতি আলমগীর তালুকদার,সাবেক সভাপতি রাকিবুল হাসান,মানিক ভৌমিক ও কচুয়া বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি জাকির হোসেন।
প্রতিবেদক: জিসান আহমেদ নান্নু, ১ ডিসেম্বর ২০২২
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur