চাঁদপুরের কচুয়ায় স্কুল শিক্ষকের কাছে প্রাইভেট পড়তে অস্বীকার করায় চলতি বছরের এসএসসি পরীক্ষার্থী ইব্রাহিম নামের এক শিক্ষার্থীকে শ্রেনিকক্ষে বেত্রাঘাত করার অভিযোগ উঠেছে। রবিবার দুপুরে উপজেলার সিংআড্ডা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোস্তফা কামাল বিএসসি’র বিরুদ্ধে এ অভিযোগ উঠে।
শিক্ষকের অতিরিক্ত বেত্রাঘাতের কারণে গুরুতর আহত হয় ওই শিক্ষার্থী। বর্তমানে ওই শিক্ষার্থী চিকিৎসা শেষে সফিবাদ গ্রামের নিজ বাড়িতে রয়েছে। আহত শিক্ষার্থী ইব্রাহিম হোসেন সফিবাদ গ্রামের মানিক মোল্লার ছেলে।
আহত শিক্ষার্থী ইব্রাহিম হোসেন জানান, রবিবার ক্লাস চলাকালীন শ্রেনি শিক্ষক মোস্তফা কামাল আমাদের প্রাইভেট পড়ার কথা তুললে আমরা প্রাইভেট পড়তে অস্বীকৃতি জানাই। এতে ক্ষুব্দ হয়ে মোস্তফা কামাল আমার পিঠে ও শরীরের বিভিন্ন স্থানে ইচ্ছেমতো বেধরক বেত্রাঘাত করে। আহত শিক্ষার্থী ইব্রাহিম হোসেনের স্বজনরা এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে অভিযুক্ত ওই শিক্ষকের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানিয়েছেন।
স্থানীয়রা বলেন, ওই বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোস্তফা কামালের কাছে শিক্ষার্থীরা প্রাইভেট না পড়লে ইতিপূর্বে শিক্ষার্থীদের মারধর সহ নানা ভাবে হয়রানি করার ব্যাপক অভিযোগ রয়েছে। খবর পেয়ে বিকালে ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক দুলাল চন্দ্র দাস সফিবাদ গ্রামে আহত শিক্ষার্থী ইব্রাহিমকে দেখতে যান এবং তার পরিবারের কাছে দু:খ প্রকাশ করেন। অন্যদিকে শিক্ষার্থীকে মারধরের ঘটনায় ওইদিন দুপুরে সফিবাদ গ্রামের স্থানীয় লোকজন ক্ষুব্দ হয়ে বিদ্যালয়ে জড়ো হন এবং ওই শিক্ষকের শাস্তির দাবি জানান।
অভিযুক্ত শিক্ষক মোস্তফা কামাল বিএসসি বলেন, সকালে বিদ্যালয় মাঠে শিক্ষার্থীরা পিটি না করায় ক্লাস চলাকালীন তাদের জিজ্ঞাসা করায় ব্যাপক হট্টগোল করে। এক পর্যায়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে রাখতে ইব্রাহিম নামের ওই ছাত্রকে কয়েকটি বেত্রাঘাত করেছি। তবে অনিচ্ছাকৃত বেত্রাঘাত করা আমার সঠিক হয়নি বলে দু:খ প্রকাশ করছি।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. আলী আশ্রাফ খান বলেন, শ্রেনিকক্ষে কোনো ভাবে শিক্ষার্থীদের বেত্রাঘাত করার নিয়ম নেই। তবে এ বিষয়ে কেউ অভিযোগ করেননি। বিষয়টি খোঁজখবর নেয়া হবে।
কচুয়া প্রতিনিধি, ২২ জানুয়ারি ২০২৩