Home / উপজেলা সংবাদ / কচুয়া / কচুয়ায় এসএসসি ও দাখিলে ৩ শিক্ষার্থী বহিস্কার
Bohiskar

কচুয়ায় এসএসসি ও দাখিলে ৩ শিক্ষার্থী বহিস্কার

চাঁদপুরের কচুয়ায় এসএসসি ও দাখিল পরীক্ষায় অসাধুপায় অবলম্বনের দায়ে ৩ শিক্ষার্থী বহিস্কার ও দায়িত্ব অবহেলায় ৪ জন শিক্ষককে অব্যাহতি দেয়া হয়েছে।

বৃহস্পতিবার সাচার বহুমূখী উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ইংরেজী ২য় পত্র বারৈয়ারা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী তানভীর হোসেন ও দাখিলে বিতারা মাদ্রাসা কেন্দ্রে রাগদৈল আলিম মাদ্রাসার শিক্ষার্থী জাকিয়া আক্তার ও নিশ্চিন্তপুর ডি.এস কামিল মাদ্রাসা কেন্দ্রে কাদলা মাদ্রসার শিক্ষার্থী আতিকুল ইসলামকে বহিস্কার করা হয়েছে।

এছাড়া সাচার উচ্চ বিদ্যালয় কেন্দ্রে শিক্ষক মমিনুন ইসলাম, রাজীব দত্ত ও নিশ্চিন্তপুর কেন্দ্রে নাজমুল ইসলাম ও ইয়াসমিন আক্তারকে দায়িত্ব থেকে অব্যাহতি দেয়া হয়েছে।

প্রতিবেদক:জিসান আহমেদ নান্নু,১৭ এপ্রিল ২০২৫