Home / উপজেলা সংবাদ / কচুয়া / কচুয়ায় এসএসসি ও দাখিলে চার হাজার ৯৯২ পরীক্ষার্থী
এসএসসি

কচুয়ায় এসএসসি ও দাখিলে চার হাজার ৯৯২ পরীক্ষার্থী

কুমিল্লা ও বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধিনে সারাদেশের ন্যায় আজ বৃহস্পতিবার থেকে এসএসসি, দাখিল, ভোকেশনাল ও সমমনা পরীক্ষা শুরু হয়েছে। কচুয়ায় এবার ১২টি পৃথক কেন্দ্রে এসএসসিতে ৩হাজার ৬শ ৯জন ও দাখিলে ১হাজার ৩শ ৮৩জন শিক্ষার্থীসহ মোট ৪হাজার ৯শ ৯২ জন পরীক্ষার্থী অংশগ্রহন করবেন। এবারের এসএসসি ও দাখিল পরীক্ষা সুষ্ঠ ও নকলমুক্ত পরিবেশে গ্রহনের লক্ষে ইতিমধ্যে সকল ধরনের প্রস্তুতি নেয়া হয়েছে বলে উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ হেলাল চৌধুরী নিশ্চিত করেছেন।

কেন্দ্র ভিত্তিক পরীক্ষার্থী হচ্ছে, কচুয়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় ৬শ জন, সাচার বহুমূখী উচ্চ বিদ্যালয়ে ৪শ ৫৫জন, সাচার ডিগ্রি কলেজ ভোকেশনাল ১শ ৪৩জন, রহিমানগর বিএবি উচ্চ বিদ্যালয় কেন্দ্র ৭শ ২৫ জন, পালাখাল উচ্চ বিদ্যালয় কেন্দ্র ৫শ ২৪ জন, আশেক আলী স্কুল এন্ড কলেজ ৫শ ৬জন, কচুয়া সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ কেন্দ্র (গুলবাহার) ১শ ২৫জন, আশ্রাফপুর আহসানিয়া উচ্চ বিদ্যালয় কেন্দ্র ২শ ৯২ জন ও মাঝিগাছা মাওলানা মবিন উচ্চ বিদ্যালয় ২শ ৩৯জন। এছাড়া মাদ্রাসা পর্যায়ে নিশ্চিন্তপুর ডিএস কামিল মাদ্রাসা কেন্দ্রে ৫শ ৬৯ জন, বিতারা আলিম মাদ্রাসা কেন্দ্র ৩শ ৯০জন ও মনোহরপুর ফাযিল মাদ্রাসা কেন্দ্রে ৪শ ২৪ জন পরীক্ষার্থী অংশগ্রহন করবে।

প্রতিবেদক: জিসান আহমেদ নান্নু, ৯ এপ্রিল ২০২৫