কচুয়ায় এসএসসি ও দাখিলে জিপিএ ৫ পেয়েছে ৩০৫জন

কুমিল্লা শিক্ষাবোর্ডের অধীনে কচুয়ায় ৪০টি উচ্চ বিদ্যালয় থেকে এসএসসিতে ৩ হাজার ৬শ’ ৫জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে পাস করেছে ৩ হাজার ৩শ’ ৬৭জন। জিপিএ ৫ পেয়েছে ২শ ৯৬জন। শতকরা পাসের হার ৯৩.৩৯। এছাড়া ৩৬টি মাদ্রাসা থেকে ১ হাজার ৪শ ৭৯জন পরীক্ষার্থী অংশগ্রহন করে পাস করেছে ১ হাজার ১শ’ ৫৪জন। জিপিএ ৫ পেয়েছে ৯জন। শতকরা পাসের হার ৭৮.৩%। এছাড়া ৩টি প্রতিষ্ঠান থেকে ভোকেশনালে ১৬৯জন পরীক্ষার্থী অংশগ্রহন করে পাস করেছে ১৬৫জন। তন্মধ্যে এ+ পেয়েছে ২১জন শতকরা পাসের হার ৯৭.৬৩ ভাগ।

ফলাফলের দিক থেকে এবারো উপজেলা পর্যায়ে আশেক আলী খান উচ্চ বিদ্যালয় ও কলেজ প্রথম স্থান দখল করেছে। এছাড়া কচুয়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় দ্বিতীয় ও সাচার উচ্চ বিদ্যালয় ৩য় স্থান অর্জন করেছে। অন্যদিকে উপজেলায় উচ্চ বিদ্যালয় পর্যায়ে আশেক আলী খান উচ্চ বিদ্যালয় ও কলেজ ,নিন্দপুর ড. মহীউদ্দীন খান আলমগীর স্কুল এন্ড কলেজ,পাথৈর উচ্চ বিদ্যালয় ও মনপুারা বাতাবাড়িয়া জাফর আলী মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় শতভাগ সাফল্য ও মাদ্রাসা পর্যায়ে নিশ্চিন্তপুর ডি.এস কামিল মাদ্রাসা ও দোঘর ইসলামিয়া মহিলা মাদ্রাসা শতভাগ পাস করেছে।

প্রতিবেদক: জিসান আহমেদ নান্নু, ২৮ জুলাই ২০২৩

Share