কচুয়া উপজেলার ঐতিহ্যবাহী পালাখাল উচ্চ বিদ্যালয়ের ৬জন কৃতি শিক্ষার্থী চলতি বছরের এসএসসিতে সাধারন গ্রেডে বৃত্তিলাভ করেছে। ২০২৩ সালের এসএসসি পরীক্ষার বিজ্ঞান বিভাগের কৃতি শিক্ষার্থী সাবিকুন নাহার সুমি,ব্যবসায় শাখার শিক্ষার্থী শারমিন সুলতানা আক্তার ইতি ও জাকিয়া সুলতানা এবং মানবিক বিভাগের উর্মিলা মজুমদার,মো. শাহজাদা সোহান ও রিফাত হোসেন সাধারন গ্রেডে বৃত্তিলাভ করেন।
বিদ্যালয়টি ১৯৬৩ সালে প্রতিষ্ঠার পর থেকে সুনামের সাথে ভালো ফলাফল অর্জন করে আসছে। ভালো ফলাফলের ধারাবাহিকতায় চলতি বছর এসএসসিতে কৃতি ৬জন শিক্ষাথর্ী বৃত্তিলাভ করেছে। ওই বিদ্যালয়ের ভালো ফলাফল অর্জন ও কৃতি শিক্ষার্থীরা বৃত্তি লাভ করায় বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মো. ইমাম হোসেন সোহাগ,প্রধান শিক্ষক মো. শহীদ উল্যাহ পাটওয়ারী,সহকারী প্রধান শিক্ষক মিজানুর রহমান সহ অন্যান্য শিক্ষক ও অভিভাবকবৃন্দ তাদের অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন। পাশাপাশি ভবিষ্যতে ভালো ফলাফলের ধারাবাহিকতা অর্জনে সকলের সহযোগিতা কামনা করেছেন বিদ্যালয় কতর্ৃপক্ষ।
প্রতিবেদক: জিসান আহমেদ নান্নু, ৩ অক্টোবর ২০২৩