কচুয়ায় এসএসসিতে পালাখাল উবির সন্তোষজনক ফলাফল

সদ্য প্রকাশিত কুমিল্লা বোর্ডের অধীনে চাঁদপুরের কচুয়া উপজেলার ঐতিহ্যবাহী পালাখাল উচ্চ বিদ্যালয় এসএসসিতে সন্তোষজনক ফলাফল অর্জন করেছেন। ওই বিদ্যালয় থেকে চলতি বছর ১৬১জন পরীক্ষার্থী অংশগ্রহন করে ১৫৯জন পাস করে। তন্মধ্যে ২জন অনুপস্থিত রয়েছে। এছাড়া ওই বিদ্যালয় থেকে ২২জন জিপিএ ৫ পেয়েছে। শতকরা পাসের হার ৯৮.৭৬ ভাগ। ভালো ফলাফলে খুশি শিক্ষার্থী,শিক্ষক ও অভিভাবকবৃন্দ।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শহীদ উল্যাহ পাটওয়ারী জানান, প্রতি বছর এ বিদ্যালয়টি ভালো ফলাফল করে আসছে। শিক্ষকদের আন্তরিক প্রচেষ্টা,শ্রেনিকক্ষে সঠিক পাঠদান ও অভিভাবক এবং ম্যানেজিং কমিটির সদস্যদের সার্বিক সহযোগিতায় ভালো ফলাফল অর্জন সম্ভব হয়েছে। ভবিষ্যতেও উপেজলা ও জেলা পর্যায়ে এ বিদ্যালয়টি সুনাম অর্জন করবে।

এদিকে চলতি বছর এসএসসিতে ভালো ফলাফল করায় বিদ্যালয়ের শিক্ষক,অভিভাবক, শিক্ষার্থীদের আন্তরিক শুভেচ্ছা ও কৃতজ্ঞতা জানিয়েছেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান মো. ইমাম হোসেন সোহাগ।

প্রতিবেদক: জিসান আহমেদ নান্নু, ৩০ জুলাই ২০২৩

Share