চাঁদপুরের কচুয়া উপজেলার বিভিন্ন এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান গুলেতে চলছে কর্মবিরতি। ২০ শতাংশ বাড়িভাড়া ও চিকিৎসা ভাতা বৃদ্ধির দাবিতে এমপিওভুক্ত শিক্ষকদের কর্মবিরতি ৩য় দিনে গড়িয়েছে চাঁদপুরের কচুয়া উপজেলাতেও। এতে করে শ্রেণী কার্যক্রম বন্ধ থাকায় বেড়েছে শিক্ষার্থীদের ভোগান্তি। বুধবার জেলার কচুয়া উপজেলার তেগুরিয়া ওবায়েদুল উচ্চ বিদ্যালয়, মাঝিগাছা মাওলানা মবিব উচ্চ বিদ্যালয় ও মাঝিগাছা ইসলামীয়া দাখিল মাদ্রাসাসহ এমপিওভুক্ত প্রতিষ্ঠানষ্ঠানগুলোতে সকাল থেকেই দেখা গেছে এক অচেনা নীরবতা।
শিক্ষকরা এসেছেন ঠিকই, কিন্তু কেউ শ্রেণিকক্ষে প্রবেশ করছেন না। পাঠদান বন্ধ রেখে শিক্ষকরা কেউ শিক্ষক মিলনায়তনে, কেউ বিদ্যালয়ের বারান্দায় অবস্থান করছেন। অনেক প্রতিষ্ঠানেই শিক্ষার্থীরা এসে ফিরে যাচ্ছে হতাশ হয়ে। কোন কোন বিদ্যালয়ে শিক্ষার্থীরা মাঠে খেলাধুলা করছে। একাধিক প্রতিষ্ঠান প্রধানের সাথে কথা বলে জানা গেছে, যথা সময়ে প্রতিষ্ঠান খোলা হচ্ছে এবং শিক্ষকরাও এসেছেন। শিক্ষার্থীরা আসলেও তাদের শ্রেণি কার্যক্রম বন্ধ রয়েছে।
কচুয়া উপজেলার ঐতিহ্যবাহী তেগুরিয়া ওবায়দুল হক উচ্চ বিদ্যালয়ের প্রধান মোঃ আবু তাহের পাটোয়ারী ও মাঝিগাছা ইসলামীয়া দাখিল মাদ্রাসার সুপার মোঃ সোহরাব হোসাইন জানান, বাড়ী ভাড়া ও চিকিৎসা ভাতা পাওয়া এটা আমাদের আমাদের অধিকার। আমরা আমাদের অধিকার আদায়ে কর্মবিরতিতে নেমেছি। কর্মবিরতীতে থাকা কচুয়ার বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষকরাও একই দাবির কথা জানান।
প্রতিবেদক: জিসান আহমেদ নান্নু,
১৫ অক্টোবর ২০২৫
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur