Home / উপজেলা সংবাদ / কচুয়া / কচুয়ায় এক শিক্ষার্থী বহিষ্কার ও যুবকের জরিমানা
শিক্ষার্থী

কচুয়ায় এক শিক্ষার্থী বহিষ্কার ও যুবকের জরিমানা

চাঁদপুরের কচুয়ায় এসএসসি ও দাখিল সমমানের পরীক্ষায় প্রথম দিনে বাংলা ও কোরআন মাজিদ পরীক্ষা সুষ্ঠ ও শান্তিপূর্নভাবে অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার কচুয়া উপজেলার ১২টি পৃথক কেন্দ্রে এ পরীক্ষা শুরু হয়। তন্মধ্যে এসএসসিতে ৭টি কেন্দ্রে মোট পরীক্ষার্থী ৩হাজার ৬শত ৯জন এর মধ্যে অনুপস্থি ছিল ৬৭ জন। এসএসসি ভোকেশনাল ২টি কেন্দ্রে মোট পরীক্ষার্থী ৬৬৪ জন শিক্ষার্থীর মধ্যে ৪ জন অনুপস্থিত ছিল।

দাখিল ৩টি কেন্দ্রের মধ্যে মোট পরীক্ষার্থী ১৩৮৩ জন। তার মধ্যে অনুপস্থিত ছিল ৪৮ জন। বিতারা আলিম মাদ্ররাসা কেন্দ্রে কোরআন মাজিদ বিষয়ে নাসিম আহাম্মেদ নামে এক শিক্ষার্থীকে অসাধুপায় অবলম্বনের দায়ে বহিষ্কার করা হয়েছে। এছাড়া নিশ্চিন্তপুর ডি.এস কামিল মাদ্রাসা দাখিল পরীক্ষা কেন্দ্রে ১৪৪ ধারা ভঙ্গ করে প্রবেশের দায়ে উপজেলা সহকারী কমিশনার (ভুমি) বাপ্পি দত্ত রনি স্থানীয় অধিবাসি আশিকুর রহমান নামের একজনকে ৪ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এদিকে দিনভর পরীক্ষা কেন্দ্রগুলো পরিদর্শন ও সার্বিক খবরাখবর রাখেন উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ হেলাল চৌধুরী।

প্রতিবেদক: জিসান আহমেদ নান্নু, ১০ এপ্রিল ২০২৫