চাঁদপুরের কচুয়ায় শান্তিপূর্ণভাবে এইচএসসি ও সমমান পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। ৬ নভেম্বর রোববার অনুষ্ঠিত এইচএসসি ও আলিম পরীক্ষায় ২ হাজার ৬শত ৯৪ জন পরীক্ষার্থীর মধ্যে ২ হাজার ৬শ ১৮জন পরীক্ষার্থী অংশগ্রহন করেন। তন্মধ্যে ৭৬জন পরীক্ষার্থী প্রথম দিনে অনুপস্থিত রয়েছেন। এ বছর কচুয়ায় ৭টি কেন্দ্রে এইচএসসি ও আলিম পরীক্ষা অনুষ্ঠিত হয়।
পরীক্ষা নকলমুক্ত ও শান্তিপূর্ণভাবে শেষ করতে কচুয়া উপজেলা নির্বাহী অফিসার মো. নাজমুল হাসান ও এসিল্যান্ড ইবনে আল জায়েদ হোসেন কচুয়ার বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করেন।
এইচএসসি ও সমমান পরীক্ষার ১ম দিনে কচুয়ায় নকলমুক্ত ও শান্তিপূর্ন পরিবেশে পরীক্ষা সম্পন্ন হয়েছে।
এদিকে কচুয়া বঙ্গবন্ধু সরকারি ডিগ্রি কলেজ কেন্দ্রে ৬৩৫জন,সাচার ডিগ্রি কলেজে ২৯৪জন,শেখ মুজিবুর রহমান ডিগ্রি কলেজে ১৬৫জন, পালাখাল রোস্তম আলী ডিগ্রি কলেজে ৩৮১জন,আশেক আলী খান উচ্চ বিদ্যালয় ও কলেজে ৪০১জন ও নিন্দপুর এমকে আলমগীর উচ্চ বিদ্যালয় ও কলেজে ২৪৫ জন এবং নিশ্চিন্তপুর ডিএস কামিল মাদ্রাসা কেন্দ্র থেকে ৪৯৭ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহন করেন।
প্রতিবেদক: জিসান আহমেদ নান্নু, ৬ নভেম্বর ২০২২