কচুয়ায় উৎসব-আনন্দে পহেলা বৈশাখ উদযাপন

চাঁদপুরের কচুয়ায় উৎসব ও আনন্দে পহেলা বৈষাখ উদযাপন করা হয়েছে। পহেলা বৈশাখের উৎসবে ছিল গ্রামীণ-মেলা, লোকজ খেলাধুলা। বাঙালির আদি সাংস্কৃতিক পরিচয় বহনকারী এই অসাম্প্রদায়িক উৎসব বাংলাদেশের রাজনৈতিক ও সাংস্কৃতিক ইতিহাসের বিভিন্ন পর্যায়ে অনেক গুরুত্বপূর্ণ অধ্যায়ে আমাদের বিশেষ প্রেরণা জুগিয়েছে পহেলা বৈশাখ।

বৈশাখের সংস্কৃতি জীবন-সাহিত্য ও বাঙালি জীবনে জড়িয়ে পড়ে ওতপ্রোতভাবে। এদিকে কচুয়া উপজেলার মনসা নয়াকান্দি এলাকায় মনসা মন্দিরে রবিবার সকাল ৯টা থেকে বৈশাখী মেলা শুরু হয়ে দুপুর ২টায় শেষ হয়। মেলাকে ঘিরে বাহারী রঙ্গের পরসা সাজিয়েছে দোকানিরা। মেলায় দুর-দূরান্ত থেকে দর্শনার্থীরা এসে মিলনমেলা পরিনত হয়েছে।

মনসা মন্দির কমিটির সভাপতি প্রানধন দেব ও সাধারন সম্পাদক দুলাল চন্দ্র দাস বলেন, প্রতি বছরের ন্যায় এ বছর নতুন বর্ষকে বরণ করতে পহেলা বৈশাখ উদযাপন করা হচ্ছে। মেলায় সার্বক্ষনিক আইনশৃঙ্খলা বাহিনা তৎপরতা রয়েছে। কোনো ধরনের বিশৃঙ্খলা করার সুযোগ নেই বলেও জানান তারা। পাশাপাশি মনসা মন্দিরে আর্থিক সহযোগিতা করতে সকলের সু-দৃষ্টি কামনা করেছেন তারা।

প্রতিবেদক: জিসান আহমেদ নান্নু, ১৬ এপ্রিল ২০২৪

Share