কচুয়ায় উলামা মাশায়েখ ও জনতার মানববন্ধন

কচুয়ায় উলামা মাশায়েখ ও তৌহিদী জনতার পক্ষ থেকে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকেলে উপজেলা উলামা মাশায়েখ ও তৌহিদী জনতার আয়োজনে কচুয়া বিশ্বরোড এলাকায় মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশের আয়োজন করা হয়।

এ সময় প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন, কচুয়া মাদ্রাসার মুহতামিম মুফতি মাওলানা আবু হানিফ, কেন্দ্রীয় মসজিদের খতিব মুফতি মাও. মাহবুবুর রহমান, শ্রীরামপুর মাদ্রাসার সহকারি অধ্যাপক মো: কবির আহমেদ, বিশিষ্ট আলেম শাহজালাল ইব্রাহীমসহ অন্যান্য উলামা মাশায়েখবৃন্দ।

প্রতিবাদ সমাবেশে বক্তাগন বলেন, ১৮ ডিসেম্বর টঙ্গী বিশ্ব এজতেমা মাঠে তাবলীগের শুরায়ী নেজামের সাধারন ঘুমন্ত সাথীদের উপর বর্বরোচিত হামলা ও হত্যাযজ্ঞের বিচার, বাংলাদেশে তাদের কার্যক্রম নিষিদ্ধ ও অবিলম্বে সা’দপন্থী সন্ত্রাসীদের গ্রেফতারের দাবী জানান। মানব বন্ধন ও বিক্ষোভ সমাবেশ শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর স্মারকলিপি প্রদান উলামা মাশায়েখবৃন্দ।

প্রতিবেদক: জিসান আহমেদ নান্নু,২৯ ডিসেম্বর ২০২৪

Share