কচুয়ায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার পূর্ণবহাল

চাঁদপুরের কচুয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (টিএইচও) পদে ডা. মোহাম্মদ শফিউর রহমান মজুমদারকে পূর্ণবহাল রাখা হয়েছে। গত ৫ ডিসেম্বর ডা. মোহাম্মদ শফিউর রহমান মজুমদারকে অন্যত্র বদলীর ঘটনায় বিজ্ঞ আদালতে রীট দাখিল করায় বিজ্ঞ প্রশাসনিক ট্রাইব্যুনাল-১, ঢাকার আদালত এ রায় প্রদান করেন। ফলে মোকাদ্দমাটি নিষ্পত্তি না হওয়া পর্যন্ত বদলীর স্থাগিতাদেশ বহাল থাকবে এবং তিনি কচুয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হিসেবে এ উপজেলায় দায়িত্ব পালন করবেন।

জানা গেছে, কচুয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (টিএইচও) ডা. মোহাম্মদ শফিউর রহমান মজুমদার চলতি বছরের ১৬ এপ্রিল এ উপজেলায় যোগদান করেন। যোগদানের পর থেকে তিনি তৃণমূলের সাধারন মানুষের স্বাস্থ্য সেবা নিশ্চিত করনে কর্মরত চিকিৎসক ও অন্যান্য কর্মকর্তাদের অধিদপ্তরের নিয়ম অনুযায়ী যথাযথ দায়িত্ব পালনের নানামূখী পদক্ষেপ গ্রহন করেন। ফলে যেকোনো সময়ের চেয়ে কচুয়ায় স্বাস্থ্য সেবা উন্নিত হয় এবং সরকারি হাসপাতালের বহিরাগত দালাল অনেকটা কমে যায় এবং সুশৃঙ্খলভাবে হাসপাতালের কার্যক্রম পরিচালিত হয়ে আসছে।

কচুয়া প্রতিনিধি, ১০ ডিসেম্বর ২০২৪

Share