চাঁদপুরের কচুয়া উপজেলার ডুমুরিয়া গ্রামের অধিবাসী হাফেজ মো. নুরুল হকের ছেলে ৯নং কড়ইয়া ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক মো. দিদারুল আলমের (৪১) উপর হামলা ও মারধর করা হয়েছে। এঘটনায় হামলার শিকার যুবদল নেতা মো. দিদারুল আলম বাদী হয়ে একই এলাকার জিলানী, কামরুল, হাবিব, জুয়েল, সুমনকে আসামী করে এবং অজ্ঞাত ৫০/৬০ জনের নাম উল্লেখ করে শনিবার বিকেলে কচুয়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
লিখিত অভিযোগ সূত্রে জানা গেছে, দিদারুল আলমের সাথে একই গ্রামের জিলানীর ইন্টারনেট ব্যবসা নিয়ে বিরোধ রয়েছে। বৃহস্পতিবার রাতে দিদার পূর্বকালঁচো বাজার থেকে নিজ বাড়িতে ফেরার পথে জিলানীর নেতৃত্বে একদল উশৃঙ্খল লোকজন তার উপর দেশীয় অস্ত্র-সস্ত্র দিয়ে কুপিয়ে রক্তাক্ত ও ফুলা জখম করে। পরে তার ডাক চিৎকারে আশে পাশের লোকজন ছুটে এসে তাকে উদ্ধার করে কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এঘটনায় হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানিয়েছেন স্থানীয় বিএনপি’র নেতাকর্মীরা।
এব্যাপারে কচুয়া থানার ওসি এম আব্দুল হালিম জানান, বাদীর লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে দোষীদের আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
কচুয়া প্রতিনিধি, ৫ অক্টোবর ২০২৪