কচুয়া উপজেলার ৬নং উত্তর ইউপি’র ৪নং ওয়ার্ডের ইউপি সদস্য ও প্যানেল চেয়ারম্যান মো: জসিম উদ্দিন মজুমদার আর বেঁচে নেই(ইন্নালি…….রাজিউন)। তিনি সোমবার ৪টার দিকে কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অসুস্থ্য জনিত কারণে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তিনি নব-বিবাহিত ছিলেন। মাত্র দেড় মাস পূর্বে বিবাহ বন্ধনে আবদ্ধ হন।
এর আগে প্রবাস থেকে দেশে ফিরে প্রথমবারের মতো ২০২২ সালের ৫ জানুয়ারি বিপুল ভোটে ইউপি সদস্য নির্বাচিত হয়ে প্যানেল চেয়ারম্যান হন। ওইদিন সোমবার জানাজা শেষে মরহুমের লাশ তেতৈয়া গ্রামের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। তার মৃত্যুতে ইউপি চেয়ারম্যান এম.আখতার হোসাইন মজুমদার, সাবেক ইউপি সদস্য গাজী আব্দুল হালিম, সোহরাব হোসেন মজুমদারসহ অন্যান্যরা গভীর শোক প্রকাশ করেছেন।
প্রতিবেদক: জিসান আহমেদ নান্নু, ২০ মার্চ ২০২৩
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur