কচুয়ায় ইউপি সদস্যের বসতঘর আগুনে পুড়ে ছাই

কচুয়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ইউপি সদস্য তাহমিনা আক্তারের বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। রোববার মধ্যরাতে উপজেলার সদর ইউনিয়নের বদরপুর গ্রামের বারেক মাষ্টারের বাড়িতে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। অগ্নিকান্ডে গৃহে থাকা নগদ দেড় লক্ষ টাকা ও মালামালসহ প্রায় ১০লক্ষ টাকার ক্ষতিসাধন হয়েছে বলে ক্ষতিগ্রস্থ ইউপি সদস্য তাহমিনা আক্তার জানান।

ক্ষতিগ্রস্থ ইউপি সদস্য তাহমিনা আক্তার ও স্থানীয়রা বলেন, মধ্যরাতে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে।

পরবর্তীতে ঘন্টব্যাপী চেষ্টা চালিয়ে এলাকাবাসী আগুন নিয়ন্ত্রন আনলেও ততক্ষনে ওই গৃহের মালামাল ও নগদ টাকাসহ সব পুড়ে ছাই হয়ে যায়। অগ্নিকাণ্ডে ইউপি সদস্য তাহমিনা আক্তারের বসতঘর পুড়ে যাওয়ায় তার অসুস্থ স্বামী আলম মিয়া,বৃদ্ধা
শাশুড়ি ও তিন সন্তান নিয়ে খোলা আকাশের নিচে বসবাস করছেন তিনি।

খবর পেয়ে ইউপি চেয়ারম্যান খন্দকার আরিফুজ্জামান ও ইউপি সদস্য ওবায়েদ উল্যাহ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

প্রতিবেদক: জিসান আহমেদ নান্নু,১৩ ফেব্রুয়ারি ২০২৩

Share