Home / উপজেলা সংবাদ / কচুয়া / কচুয়ায় ইউপি সদস্যের বসতঘর আগুনে পুড়ে ছাই
বসতঘর

কচুয়ায় ইউপি সদস্যের বসতঘর আগুনে পুড়ে ছাই

কচুয়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ইউপি সদস্য তাহমিনা আক্তারের বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। রোববার মধ্যরাতে উপজেলার সদর ইউনিয়নের বদরপুর গ্রামের বারেক মাষ্টারের বাড়িতে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। অগ্নিকান্ডে গৃহে থাকা নগদ দেড় লক্ষ টাকা ও মালামালসহ প্রায় ১০লক্ষ টাকার ক্ষতিসাধন হয়েছে বলে ক্ষতিগ্রস্থ ইউপি সদস্য তাহমিনা আক্তার জানান।

ক্ষতিগ্রস্থ ইউপি সদস্য তাহমিনা আক্তার ও স্থানীয়রা বলেন, মধ্যরাতে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে।

পরবর্তীতে ঘন্টব্যাপী চেষ্টা চালিয়ে এলাকাবাসী আগুন নিয়ন্ত্রন আনলেও ততক্ষনে ওই গৃহের মালামাল ও নগদ টাকাসহ সব পুড়ে ছাই হয়ে যায়। অগ্নিকাণ্ডে ইউপি সদস্য তাহমিনা আক্তারের বসতঘর পুড়ে যাওয়ায় তার অসুস্থ স্বামী আলম মিয়া,বৃদ্ধা
শাশুড়ি ও তিন সন্তান নিয়ে খোলা আকাশের নিচে বসবাস করছেন তিনি।

খবর পেয়ে ইউপি চেয়ারম্যান খন্দকার আরিফুজ্জামান ও ইউপি সদস্য ওবায়েদ উল্যাহ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

প্রতিবেদক: জিসান আহমেদ নান্নু,১৩ ফেব্রুয়ারি ২০২৩