চাঁদপুরের কচুয়া উপজেলার নতুন ইউএনও হিসেবে মাহমুদুল হাসান রাসেল যোগদান করেছেন। বিদায়ী ইউএনও মুহাম্মদ হেলাল চৌধুরীর স্থলাভিষক্ত হয়েছেন তিনি। এর আগে তিনি প্রধান উপদেষ্টা মহোদয় এর কার্যালয় ঢাকায় জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চল উন্নয়ন প্রকল্প বেজা’য় কর্মরত ছিলেন। তিনি সর্বপ্রথম ২০২৩ সালে কুমিল্লা জেলায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হিসেবে যোগদান করেন।
পরবর্তীতে কুমিল্লা, নরসিংদী জেলা সহ বিভিন্ন স্থানে সুনামের সাথে কাজ করে সর্বশেষ ৩ ডিসেম্বর নতুন কর্মস্থল কচুয়ায় উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে যোগদান করেন।
২৭তম ব্যাচের বিসিএস এর কর্মকর্তা মাহমুুদুল হাসান রাসেল বিএসসি (সিভিল) কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়া উপজেলার খামা গ্রামের বাসিন্দা। তাঁর গর্বিত বাবা বিশিষ্ট সমাজসেবক মোহাম্মদ আলী ও মা মিনা বেগম। এদিকে নয়া এ দায়িত্ব পালনে কচুয়ার সকল শ্রেণি পেশার মানুষের সহযোগিতা চেয়েছেন তিনি।
প্রতিবেদক: জিসান আহমেদ নান্নু,
৭ ডিসেম্বর ২০২৫
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur