চাঁদপুরের কচুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ( ইউএনও) মুহাম্মদ হেলাল চৌধুরী ও কচুয়া থানার ওসি মো: আজিজুল ইসলাম এর সাথে জাতীয় নাগরিক পাটি (এনসিপির) নেতৃবৃন্দ সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন। সোমবার সকালে পৃথক ভাবে ফুলেল শুভেচছা ও মতবিনিময় সভা করা হয়।
এ সময় এনসিপির নেতৃবৃন্দ কচুয়া উপজেলা পর্যায়ে সরকারি-বেসরকারি পর্যায়ে উন্নয়নে এবং সামাজিক স্থিতিশীলতায় ও সকল দিবসগুলোতে তাদের সম্পৃক্ততা রেখে কার্যক্রম এগিয়ে নেয়ার জন্য দু কর্মকর্তার কাছে সহযোগিতা কামনা করেন।
মতবিনিময় কালে, জাতীয় নাগরিক পার্টির কচুয়া উপজেলা শাখার প্রতিনিধি ডা: মোঃ আরিফুল ইসলাম, আহম্মেদ সজীব, সাংবাদিক মুহাম্মদ মফিজুল ইসলাম ভূঁইয়া জনি উপস্থিত ছিলেন। এনসিপির সহযোগী সংগঠন গণতান্ত্রিক ছাত্র সংসদ প্রতিনিধি সাইফুল ইসলাম, আব্দুল কাইয়ম, আব্দুর রহিম মোল্লা, জিলানী, ইব্রাহিম, ইমর“ল ফাহাদ সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
প্রতিবেদক: জিসান আহমেদ নান্নু, ১৯ মে ২০২৫
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur