Home / উপজেলা সংবাদ / কচুয়া / কচুয়ায় পরিদর্শনে গিয়ে শিক্ষার্থীদের ক্লাস নিলেন ইউএনও
ইউএনও

কচুয়ায় পরিদর্শনে গিয়ে শিক্ষার্থীদের ক্লাস নিলেন ইউএনও

চাঁদপুরের কচুয়া উপজেলার মনোহরপুর উচ্চ বিদ্যালয়ে পরিদর্শনে গিয়ে ক্লাস নিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক মুহাম্মদ হেলাল চৌধুরী। মঙ্গলবার সকালে ওই বিদ্যালয়ে পরিদর্শন কালে ইউএনও মুহাম্মদ হেলাল চৌধুরী ৯ম ও ১০ম শ্রেণির শিক্ষার্থীদের ক্লাস নেন তিনি। এ সময় তিনি শিক্ষার্থীদের উদ্দেশে অনুপ্রেরণা ও শিক্ষামূলক বক্তব্য রাখেন।

ক্লাসে শিক্ষার্থীদের উদ্দেশে ইউএনও মুহাম্মদ হেলাল চৌধুরী বলেন, নিয়মিত পড়াশোনা ছাড়া ভালো ফলাফল অর্জন করা সম্ভব নয়। অধ্যবসায়ী মানুষ সফল হবেই। মন দিয়ে পড়াশোনা করতে হবে। যার স্কিল বেশি থাকবে তার প্রায়োরিটি বেশি থাকবে। চাকরির বাজারে চাহিদাও বেশি থাকবে। তথ্য ও প্রযুক্তির ভালো দিকগুলো গ্রহণ করতে হবে। তথ্যপ্রযুক্তির উৎকর্ষ সাধন করে নিজেদেরকে সেরা স্থানে নিয়ে যেতে হবে। বাবা-বাবা-মায়ের কথা শুনতে হবে। শিক্ষকরা যে পড়াশোনা দেন তা জমিয়ে রাখা যাবে না। প্রতিদিনের পড়া প্রতিদিন শেষ করতে হবে। কখনো হতাশ হবে না। আত্মবিশ্বাস নিয়ে এগিয়ে যেতে হবে। এসময় শিক্ষার্থীরা ইউএনও মুহাম্মদ হেলাল চৌধুরীকে একদিনের শিক্ষক হিসেবে পেয়ে তারা খুবই আনন্দিত বোধ করে। শিক্ষার্থীরা বলেন, ইউএনও স্যার আকস্মিকভাবে আমাদের ক্লাস নেবেন সেটা কখনো কল্পনাও করিনি। আমাদের লেখাপড়া শিখে বড় হওয়ার উৎসাহ দিয়েছেন তিনি। আমরা স্যারের কথাগুলো স্মরণ রাখবো।

মনোহরপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: আবুল খায়ের বলেন, ইউএনও মহোদয় আমাদের বিদ্যালয়ে পরিদর্শনে এসে আকস্মিক ভাবে বিভিন্ন শিক্ষার্থীর সঙ্গে শুভেচ্ছা বিনিময় করে লেখাপড়ার খোঁজ-খবর নিয়েছেন। এরপর শিক্ষকদের সঙ্গে স্কুলের নানা বিষয় নিয়ে মতবিনিময় করেছেন। স্যারকে এভাবে পেয়ে আমরা সবাই খুশি। শিক্ষার্থীরা অনুপ্রাণিত হয়েছে। একই কথা জানালেন মনোহরপুর ফাযিল মাদ্রাসার অধ্যক্ষ মো: জহিরুল ইসলাম ও কহলথুড়ি হামিদিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবিএম এমরান হোসেন। তারা উভয়ে বলেন, ইউএনও মহোদয় আমাদের প্রতিষ্ঠানে বিভিন্ন শিক্ষা উপকরন বিতরন উপলক্ষে পরিদর্শনে আসেন এবং শিক্ষার্থীদের সুশিক্ষায় এগিয়ে যেতে বিভিন্ন পরামর্শ ও ক্লাস নেন।

উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক মুহাম্মদ হেলাল চৌধুরী বলেন, আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের দেশের সম্পদ। তাদের সু-শিক্ষার মাধ্যমে এগিয়ে যেতে মনোহরপুর উচ্চ বিদ্যালয়, মনোহরপুর ডিগ্রি ফাযিল মাদ্রাসা, কহলথুড়ি হামিদিয়া উচ্চ বিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে পরিদর্শন করেছি এবং বিভিন্ন পরামর্শমূলক ক্লাস ও শিক্ষকদের শিক্ষার্থীদেরকে নিয়মতান্ত্রিক পাঠ দানের কথা বলেছি।

প্রতিবেদক: জিসান আহমেদ নান্নু,
১৮ নভেম্বর ২০২৫