কচুয়ায় আ.লীগের নব-নির্বাচিত সভাপতি-সম্পাদককে ফুলেল শুভেচ্ছা

চাঁদপুরের কচুয়া উপজেলা আওয়ামী লীগের নব-নির্বাচিত কমিটির সভাপতি কচুয়া উপজেলা চেয়ারম্যান শাহজাহান শিশির ও পূনরায় নির্বাচিত সাধারন সম্পাদক সোহরাব হোসেন চৌধুরী সোহাগকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন কচুয়া প্রেসক্লাবে কর্মরত সাংবাদিক নেতৃবৃন্দ ।

মঙ্গলবার কচুয়া উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে উপজেলা আওয়ামী লীগের নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদককে ফুলেল শুভেচ্ছা জানান কচুয়া প্রেসক্লাবের কর্মরত সাংবাদিকরা ।

এসময় কচুয়া প্রেসক্লাবের সভাপতি আলমগীর তালুকদার,সাধারন সম্পাদক সুজন পোদ্দার,সাবেক সভাপতি প্রিয়তোষ পোদ্দার,সাবেক সাধারন সম্পাদক জিসান আহমেদ নান্নু, মোহাম্মদ মহিউদ্দিন,আহসান হাবীব সুমন,যুগ্ম সাধারন সম্পাদক ইউনুছ মিয়া,সাংবাদিক নুরুন্নবী পাঠানসহ কচুয়া প্রেসক্লাবের অন্যান্য সদস্য বৃন্দ উপস্থিত ছিলেন । একইদিনে কচুয়ার পাথৈর ইউপি চেয়ারম্যান আলী আক্কাছ মোল্লা,কচুয়া বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি জাকির হোসেন বাটা ও সাধারন সম্পাদক মনির হোসেন প্রধানসহ দলীয় নেতাকর্মীরা তাঁদের সাথে ফুলেল শুভেচ্ছা বিনিময় করেন।

এদিকে সাংবাদিকদের সাথে ফুলের শুভেচ্ছা বিমিনিয় শেষে উপজেলা আওয়ামী লীগের নবনির্বাচিত সভাপতি মো: শাহজাহান শিশির বলেন,প্রতিটি ইউনিয়নে কাউন্সিলরদের কাছে আমি নির্বাচনের ইস্তেহার দিয়েছি । যা অন্য কোন প্রার্থী করেননি,আমার ইস্তেহার অনুযায়ী কচুয়া উপজেলা আওয়ামী লীগকে ঢেলে সাজাতে যা করনীয় তা করবো ।

অপরদিকে পূনরায় নির্বাচিত সাধারন সম্পাদক সোহরাব হোসেন চৌধুরী সোহাগ বলেন, সকলের সমন্বয়ে বঙ্গবন্ধুর আদর্শে বিশ্বাসী প্রকৃত আওয়ামী পরিবারের ত্যাগি নেতাদের নিয়ে পূর্নাঙ্গ কমিটি গঠন করা হবে।

প্রতিবেদক: জিসান আহমেদ নান্নু, ২০ ডিসেম্বর ২০২২

Share