কুমিল্লা শিক্ষাবোর্ডের অধীনে কচুয়া উপজেলার ঐতিহ্যবাহী আশেক আলী খান স্কুল এন্ড কলেজ এবারো এইচএসসি পরীক্ষায় সন্তোষজনক ফলাফল অর্জন করেছে। বুধবার প্রকাশিত এইচএসসি পরীক্ষার ফলাফলে এ কলেজ থেকে মোট ২শত ৮১জন শিক্ষার্থী অংশ গ্রহন করে ২৭৮জন পাস করে এবং জিপিএ-৫ পেয়েছে ৮১জন।
সার্বিক ফলাফলের দিক থেকে কচুয়া উপজেলায় পর্যায়ে দ্বিতীয় স্থান অর্জন করে। ভালো ফলাফল পেয়ে ওই কলেজের শিক্ষার্থীরা আনন্দে উল্লাসিত হয়ে মেতে উঠে।
কলেজের অধ্যক্ষ মো. মিজানুর রহমান বলেন, কলেজটি প্রতিষ্ঠার পর থেকে ভালো ফলাফল অর্জন করে আসছে।
শিক্ষক,গর্ভনিংবডি ও এলাকাবাসীর আন্তরিক প্রচেষ্টায় ভালো ফলাফল অর্জন করা সম্ভব হয়েছে। ভবিষ্যতে অভাবনীয় ভালো ফলে সকলের সহযোগিতা কামনা করেন তিনি ।
প্রতিবেদক: জিসান আহমেদ নান্নু, ৮ ফেব্রুয়ারি ২০২৩