কচুয়ায় গুণগত, মানসম্পন্ন দ্বীনি ও আধুনিক শিক্ষা প্রসারের লক্ষ্যে আল-বারাকা আইডিয়াল এর নতুন একাডেমী ভবনের নির্মাণ কাজ শুভ উদ্বোধন করা হয়েছে। গত (৭ সেপ্টেম্বর) শনিবার সকালে কচুয়া-সাচার গৌরিপুর সড়কের বাচাঁইয়া এলাকায় আল-বারাকা আইডিয়াল একাডেমী ভবনের নির্মাণ কাজের শুভ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, বাংলাদেশ মৎস্য অধিদপ্তরের সাবেক পরিচালক, বিশিষ্ট সমাজসেবক ও একাডেমীর পরিচালনা পরিষদের সভাপতি ড. আবুল হাসানাত দুলাল।
আল-বারাকা আইডিয়াল একাডেমী’র ভবন নির্মাণ কাজ উদ্বোধনের পূর্বে একাডেমী প্রাঙ্গনে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। একাডেমির প্রতিষ্ঠাতা, দানবীর ও বিশিষ্ট সমাজসেবক আবুল বারাকাত বাবুলের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, কচুয়া বঙ্গবন্ধু সরকারি ডিগ্রী কলেজের অধ্যক্ষ শাহ্ মুহাম্মদ জাকির উল্লাহ শাজুলী, কাদলা ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা গাজী ইউসুফ, হোমনা উপজেলার জিয়ারকান্দি হাফিজ উদ্দিন ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ আহ্ছানুল্লাহ মজুমদার, বাংলাদেশ জামায়াত ইসলামি কচুয়া উপজেলা সম্মানিত আমির এডভোকেট আবু তাহের মিসবাহ।
এ সময়, কচুয়া পৌর জামায়াতের আমির, হযরত মাওলানা বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ আমিনুল হক মীর আজহারী, কচুয়া আল-আমিন ক্যাডেট মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মনির হোসেন সাঈদী, অনুষ্ঠান পরিচালনা করেন, হযরত মাওলানা আবু জাফর, বিশিষ্ট ব্যবসায়ী হযরত মাওলানা শরিফুল ইসলাম, মাওলানা আনিছুর রহমান,সমাজসেবক আবুল কাশেম, আরিফুল ইসলাম, মোহাম্মদ ইসহাক মোল্লাসহ শিক্ষাঙ্গনের বিভিন্ন বিশিষ্টজনরা উপস্থিত ছিলেন।
প্রতিবেদক: জিসান আহমেদ নান্নু, ৭ সেপ্টেম্বর ২০২৪
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur