কচুয়ায় আলোর মশালের উদ্যোগে প্রতিবন্ধী শিশুকে হুইল চেয়ার বিতরণ

চাঁদপুরের কচুয়া উপজেলার নোয়াগাঁও গ্রামের মো. মহিন উদ্দিনের পুত্র জন্মগত প্রতিবন্ধী সাইফ হোসেনকে স্বাভাবিক চলাচলের জন্য হুইল চেয়ার দেয়া হয়েছে। সোমবার বিকেলে আলোর মশাল সামাজিক যুব সংগঠনের উদ্যোগে ওই শিশুটির বাবা-মায়ের উপস্থিতিতে এ হুইল চেয়ার দেয়া হয়।

এসময় কচুয়া প্রেসক্লাবের সভাপতি মো. আতাউল করিম, সাপ্তাহিক শিকড় সংবাদ পত্রিকার সম্পাদক ও প্রকাশক জিসান আহমেদ নান্নু, আলোর মশাল সামাজিক যুব সংগঠনের সভাপতি ওমর ফারুক সাইম, সদস্য আরিফুল ইসলাম ও ছাত্রদল নেতা আবুল হোসেনসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

প্রতিবেদক: জিসান আহমেদ নান্নু, ৩০ সেপ্টেম্বর ২০২৪

Share