চাঁদপুর-১ (কচুয়া) আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ আওয়ামীলীগের তথ্য ও গবেষণা সম্পাদক ড. সেলিম মাহমুদ এর ভগ্নিপতি বিশিষ্ট ব্যাংকার মো. আলী আক্কাস তালুকদারে তৃতীয় মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে।
মঙ্গলবার এ উপলক্ষে মরহুমের পরিবারের আয়োজনে কচুয়া পৌরসভাধীন কড়ইয়া গ্রামে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। এতে মরহুমের পরিবার, আত্মীয়-স্বজনসহ এলাকার বিভিন্ন শ্রেনি পেশার মানুষ উপস্থিত ছিলেন।
মরহুম আলী আক্কাস তালুকদার জীবদ্দশায় কচুয়া বাজার জনতা ব্যাংক, রহিমানগর শাখা জনতা ব্যাংক ও পালাখাল বাজার শাখা জনতা ব্যাংকে সুনামের সাথে ব্যাবস্থাপক পদে দায়িত্ব পালন করেন। মরহুমের পুত্র কচুয়ার সাংসদ ড. সেলিম মাহমুদের একান্ত আস্থাভাজন জি.এম জুবায়ের তালুকদার তার বাবার মৃত্যু দিবসে জান্নাতময় জীবন কামনা করে সকলের নিকট দোয়া কামনা করেছেন।
উল্লেখ্য যে, কচুয়া পৌরসভাধীন কড়ইয়া গ্রামের অধিবাসী বিশিষ্ট ব্যাংকার ও সমাজসেবক আলী আক্কাস তালুকদার ২০২১ সালের এই দিনে সবাইকে কাদিয়ে পরপারে চলে যায়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬১ বছর। তিনি স্ত্রী, ২ ছেলে ও ১ মেয়ে সহ অসংখ্যা গুনগ্রাহী রেখে গেছেন।
প্রতিবেদক: জিসান আহমেদ নান্নু, ৪ জুন ২০২৪
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur