কচুয়া উপজেলার আটোমোর গ্রামের বাসিন্দা, বিশিষ্ট সমাজসেবক মো: আব্দুল আজিজ মিয়াজীর আর বেঁচে নেই (ইন্না লিল্লাহি…..রাজিউন)। তিনি সোমবার সকাল ৮টার দিকে বার্ধক্যজনিত রোগে আক্রান্ত হয়ে রাজধানীর পপুলার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাহার বয়স হয়েছিল ৯০ বছর। তিনি স্ত্রী, ৩ ছেলে ৩ মেয়ে নাতী-নাতনী সহ বহুগুনগ্রাহী রেখে গেছেন।
সোমবার বাদ আসর আটোমোর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এলাকাবাসির শেষ চোখের জ¦লে জানাজা শেষে মরহুমের মরদেহ আটোমোর গ্রামের মিয়াজী বাড়ীর পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। মরহুমের জানাজার অনুষ্ঠানে মরহুমের ভাই সাবেক ইউপি চেয়ারম্যান জহিরুল ইসলাম মিয়াজী, ভাতিজা সাবেক যুগ্ম সচিব মোঃ মিজানুর রহমান, পুত্র গাজীপুর জেলা প্রশাসকের কার্যালয়ে কর্মরত, কাননগো সোহেল মিয়াজী ফারুক, কামাল পারভেজ মিয়াজী, ইউপি সদস্য বাবুল মিয়াজী সহ এলাকার অসংখ্য মুসল্লী অংশগ্রহন করেন।
প্রতিবেদক: জিসান আহমেদ নান্নু,
১২ জানুয়ারি ২০২৬
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur