কচুয়ায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন

“সমন্বিত উদ্যোগ, প্রতিরোধ করি দুর্যোগ”এ প্রতিপাদ্যে কচুয়ায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন করা হয়েছে। সোমবার উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের আয়োজনে কচুয়া শহিদ স্মৃতি বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে র‌্যালি,মহড়া শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ আবু নাছিরের সভাপতিত্বে ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ রাকিবুল ইসলামের পরিচালনায় উপজেলা কৃষি কর্মকর্তা তপু আহমেদ, উপজেলা জনস্বাস্থ্য কর্মকর্তা মো.কামরুজ্জামান,উপজেলা একাডেমিক সুপারভাইজার একেএম সোহেল রানা,সমাজসেবা কর্মকর্তা নাহিদ ইসলাম,কচুয়া ফায়ার সার্ভিসের ষ্টেশন অফিসার মো:মাহতাব মন্ডল,কচুয়া উপজেলার খাদ্য নিয়ন্ত্রক মোঃ আহসান উল্ল্যা চৌধুরী, কচুয়া প্রেসক্লাবের সভাপতি আতাউল করিম প্রমুখ।

আলোচনা শেষে বিদ্যালয়ের মাঠে কচুয়া ফায়ার সার্ভিসের ষ্টেশন অফিসার মো: মাহতাব মন্ডল এর নেতৃত্বে ভুমিকম্প, অগ্নিকান্ড ও প্রাকৃতিক দুর্যোগ কিভাবে মোকাবেলা করা যায় তার উপর একটি মহড়া প্রদর্শন করা হয়। এসময় এনজিও,সেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দ,বিভিন্ন ইউনিয়নের সিপিপি সদস্য ও গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।

প্রতিবেদক: জিসান আহমেদ নান্নু,
১৩ অক্টোবর ২০২৫