চাঁদপুরের কচুয়া উপজেলার ৮নং কাদলা ইউনিয়ন আওয়ামীলীগের দপ্তর সম্পাদক বেলায়েত হোসেন খান বিপ্লব আর বেচেঁ নেই (ইন্নালি…….রাজিউন)। তিনি রবিবার রাত ১১টার দিকে ঢাকার একটি হাসপাতালে ক্যান্সার জনিত কারনে অসুস্থ হয়ে চিকিৎসাধীন মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪৭বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী ২ ছেলে রেখে গেছেন। তিনি দীর্ঘদিন লান্সে ক্যান্সারজনিত রোগে ভুগছিলেন।
পরদিন সোমবার সকালে গুলাবাহর সলিমউদ্দিন চৌধুরী জামে মসজিদের সামনে জানাযা শেষে মরহুমের লাশ গুলবাহার গ্রামের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। ব্যাক্তিজীবনে তিনি একজন মিষ্টভাসী ও পরোপকারী মানুষ ছিলেন। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে।
প্রতিবেদক: জিসান আহমেদ নান্নু, ২১ অক্টোবর ২০২৪
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur