কচুয়া উপজেলার বাইছারা গ্রামে আওয়ামী লীগ নেতা মো. তকদির হোসেন প্রধানের বাড়িতে দুধুর্ষ চুরি সংঘটিত হয়েছে।
শনিবার মধ্যরাতে অজ্ঞাত চোরের দল তার গৃহের সিধঁ কেটে প্রবেশ করে আলমারিতে থাকা নগদ ১লক্ষ ৯০ হাজার টাকা ও ১টি স্মার্ট ফোনসহ মূল্যবান মালামাল চুরি করে নিয়ে যায়। এ ঘটনায় তকদির প্রধান বাদী হয়ে রবিবার কচুয়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
তকদির প্রধান জানান, শনিবার মধ্যরাতে আমরা ঘুমিয়ে পড়লে অজ্ঞাত চোরের দল সিধঁ কেটে কৗশলে গৃহে প্রবেশ করে নগদ টাকা ও মালামাল লুটে নেয়। এ ঘটনায় এলাকায় স্থানীয় লোকজনের মাঝে ভয় আতংক দেখা দিয়েছে।
প্রতিবেদক: জিসান আহমেদ নান্নু,২৩ জুলাই ২০২৩
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur