বিগত আওয়ামী সরকারের আমলে ২০১৮ সালে মার্চ মাসে কচুয়ার রহিমানগর বিএবি উচ্চ বিদ্যালয় মাঠে স্থানীয় বিএনপি জনসভাকে কেন্দ্র করে প্রচার মাইকে বাধা দেয়া ও হামলার অভিযোগে মামলা করা হয়েছে।
কচুয়া উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারন সম্পাদক,সাবেক ভাইস চেয়ারম্যান কারাবন্দি অ্যাডভোকেট হেলাল উদ্দীনকে প্রধান আসামী করে মঙ্গলবার রাতে উপজেলার শাহারপার গ্রামের আব্দুল জলিলের পুত্র হাবিবুর রহমান বাদী হয়ে কচুয়া থানায় এ মামলাটি দায়ের করেন (যার নং- ১৯,তারিখ: ২৮.০১.২০২৫ইং)।
ওই মামলায় সাবেক ইউপি চেয়ারম্যান আমির হোসেন, জেলা পরিষদের সাবেক সদস্য তৌহিদুল ইসলাম খোকা,সাবেক ইউপি চেয়ারম্যান আহসান হাবীব জুয়েল,ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক বিল্লাল মেম্বার,উপজেলা ছাত্রলীগের সিনিয়র যুগ্ন আহ্বায়ক সোহাগ উদ্দীনসহ স্থানীয় আওয়ামীলীগের ১৭ নেতাকর্মীর নাম উল্লেখ ও অজ্ঞাত আরো ৮/১০জনকে আসামী করা হয়েছে।
এ ব্যাপারে কচুয়া থানার ওসি এম আবদুল হালিম মামলার সত্যতা স্বীকার করে জানান, এ মামলার প্রধান আসামী জেলহাজতে রয়েছে। অপর আসামীদের গ্রেফতারের প্রচেষ্টা চলছে।
উল্লেখ্য যে, ২০২২ সালে কচুয়া উপজেলার বদরপুর গ্রামে বিএনপি ইফতার পার্টিতে হামলা ও ভাংচুরের মামলায় ৮সপ্তাহের জামিন শেষে গত ২২ জানুয়ারি (বুধবার) চাঁদপুরের নিন্ম আদালতে স্বেচ্ছায় হাজির হয়ে জামিন চাইতে গেলে বিজ্ঞ বিচারক তার জামিন নামঞ্জুর করে জেলহাজতে প্রেরন করেন।
প্রতিবেদক: জিসান আহমেদ নান্নু, ২৯ জানুয়ারি ২০২৫