কচুয়ায় অস্ত্রের মুখে জিম্মি করে স্কুলশিক্ষকের বাড়িতে ডাকাতি

চাঁদপুরের কচুয়া উপজেলার জয়নগর গ্রামে এক স্কুল শিক্ষকের পরিবারের লোকদের অস্ত্রের মুখে জিম্মি করে গৃহে থাকা নগদ টাকা, মোবাইল সেট, স্বর্ণালঙ্কারসহ প্রায় ২০ লক্ষ টাকার মালামাল লুটে নেয়ার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার মধ্যরাতে জয়নগর গ্রামের অধিবাসী দাউদকান্দি উপজেলার পাচঁগাছিয়া উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক আতাউর রহমান আজাদ মাষ্টারের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির এ ঘটনা ঘটে। খবর পেয়ে শুক্রবার সকালে স্থানীয় সাচার পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. নাজিম উদ্দিন সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

ক্ষতিগ্রস্থ আজাদ মাষ্টারের স্ত্রী মাহফুজা আক্তার জানান, বৃহস্পতিবার রাতে তারা ঘুমিয়ে পড়লে মধ্যরাতে হঠাৎ দরজা ভাঙার আওয়াজ পান।

এসময় তাদের পরিচয় জানতে চাইলে তারা আইনের লোক দাবী করে দরজা ভেঙে ভিতরে প্রবেশ করে গৃহের লোকদের হাত-পা বেঁধে আলমিরাতে থাকা নগদ টাকা, মোবাইল ও ২০ ভরি ওজনের স্বর্ণালঙ্কার লুটে নিয়ে যায়। পরে তাদের ডাক-চিৎকারে স্থানীয় লোকজন ছুটে আসলে সংঘবদ্ধ ডাকাত দল পালিয়ে যায়। এসময় ডাকাতদের হামলায় আজাদ মাষ্টারের স্ত্রী মাহফুজা আক্তার মাথায় গুরুতর আহত হন।

স্থানীয় ইউপি সদস্য মো. রুহুল আমিন জানান, বিগত ২০-২৫ বছরেও আমাদের এলাকায় এ ধরনের ঘটনা হয়নি। ডাকাতির সাথে জড়িতদের খুজে বের করে শাস্তির দাবী জানিয়েছেন এলাকাবাসী।

প্রতিবেদক: জিসান আহমেদ নান্নু, ১৯ মে ২০২৩

Share