Home / উপজেলা সংবাদ / কচুয়া / কচুয়ায় অস্ত্রসহ ডাকাত সদস্য আটক
অস্ত্রসহ

কচুয়ায় অস্ত্রসহ ডাকাত সদস্য আটক

কচুয়ায় প্রবাসীর বাড়িতে ডাকাতি কালে ডাকাত দলের সদস্য ইয়াকুবকে (৩০) আটক করে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী। বৃহস্পতিবার ভোর রাতে উপজেলার তেতৈয়া গ্রামের প্রবাসী ফখরুল ইসলামের বাড়িতে ডাকাতির এ ঘটনা ঘটে। আটক ডাকাত সদস্য ইয়াকুব কুমিল্লার চান্দিনার ধেরেরা গ্রামের আব্দুল কাদেরের ছেলে।

প্রবাসীর স্ত্রী বিলকিছ আক্তার জানান, গভীর রাতে ঘরের পাশে গরুর খামারের ডাকাতদল প্রবেশ করে। ডাকাতদল বসত ঘরের সামনের কলাপসিবল গেট ও ঘরের পিছনের দরজায় তালা লাগিয়ে দেয়। এ সময় বাড়ির পিছনের গেইট খোলার আওয়াজ শুনে জানালা দিয়ে ডাকাত দলের সদস্যদের ঢুকতে দেখে মুঠোফোনে পাশের বাড়িতে বাড়ীর লোকজনতে জানালে স্থানীয়রা এসে একজন ডাকাতকে আটক স্থানীয় ইউনিয়ন পরিষদে আটকে কচুয়া থানায় সংবাদ দেয়। এসময় ডাকাত সদস্যদের হামলায় রাকিব নামে এক যুবক গুরুতর আহত। সংবাদ পেয়ে সিনিয়র সহকারি পুলিশ সুপার (কচুয়া সার্কেল) মো. রিজয়ান সাঈদ জিকু, কচুযা থানার ওসি এম আবদুল হালিম সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন এবং ডাকাতি কাজে ব্যবহারিত দেশীয় দা, তালা ও তালা কার্টার মেশিন জব্দ করেন।

এব্যাপারে সিনিয়র সহকারি পুলিশ সুপার (কচুয়া সার্কেল) মো. রিজয়ান সাঈদ জিকু জানান, ডাকাতির ঘটনায় আটক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ শেষে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

প্রতিবেদক: জিসান আহমেদ নান্নু, ১৩ ফেব্রুয়ারি ২০২৫