কচুয়ায় গরীব ও হতদরিদ্র পরিবারের মাঝে ইফতার উপহার সামগ্রী ও নগদ অর্থ প্রদান করা হয়েছে। সোমবার দুপুরে উপজেলার নলুয়া হাজী ইদ্রিস মুন্সী শিশু সদনে চাঁদপুর জেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ও কচুয়ার কৃতি সন্তান বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার একেএম আব্দুল মোতালেবের উদ্যোগে প্রায় দুই শতাধিক পরিারের মাঝে এসব সামগ্রী বিতরণ করা হয়।
মুক্তিযোদ্ধা আব্দুল মোতালেব প্রতি বছরের ন্যায় চলতি বছর রমজান উপলক্ষে এলাকার গরীব,অসহায় ও হতদরিদ্র পরিবারের মাঝে আর্থিক অনুদান ও ইফতার সামগ্রী বিতরন করেন। এসময় তিনি তার সন্তান ও পরিবারের সুস্থ্যতা কামনায় সকলের দোয়া কামনা করেন। এসময় ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি আলমগীর হোসেন,সাবেক সাধারন সম্পাদক সুমন মিয়াজী,মাদ্রাসার প্রধান শিক্ষক হাফেজ কাউছার আলম,মোহাম্মদ আলী ও কবির হোসেন এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
প্রতিবেদক: জিসান আহমেদ নান্নু, ৩ এপ্রিল ২০২৩
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur